কাবেরী নিয়ে বিক্ষোভের জেরে চেন্নাই থেকে সরল আইপিএল

Last Updated:

কাবেরী নিয়ে বিক্ষোভের জেরে চেন্নাই থেকে সরল আইপিএল

#নয়াদিল্লি: আশঙ্কা আগেই ছিল ৷ কাবেরী জলবণ্টন চুক্তির রেশ আইপিএলে। শেষ পর্যন্ত কাবেরী ইস্যুতে চেন্নাই থেকে সরল আইপিএল-এর সমস্ত ম্যাচ ৷ বুধবার বিবৃতি দিয়ে বিসিসিআই জানিয়ে দিল, চেন্নাইতে কোনও আইপিএল ম্যাচ হবে না।
কাবেরী জল বণ্টন ইস্যু নিয়ে উত্তপ্ত তামিলভূমি ৷ তার রেশ পড়েছিল কাল কলকাতা-চেন্নাই ম্যাচে ৷ ম্যাচের আগে থেকেইআইপিএল ম্যাচ বাতিলের দাবি জানিয়েছিল চেন্নাইয়ে একাধিক রাজনৈতিক দল ও সংগঠন ৷ অশান্তি এড়াতে যথেষ্ট নিরাপত্তা থাকা সত্ত্বেও ওয়ার্মআপের সময় মাঠে ঢুকে চলে বিক্ষোভ ৷ ম্যাচ হওয়ার আগে থেকেই বিভিন্ন মহল থেকে ক্রিকেট ম্যাচ হওয়া নিয়ে উঠেছিল আপত্তি ৷ দক্ষিণী সুপারস্টার রজনীকান্তও ক্রিকেট ম্যাচ হওয়া নিয়ে আপত্তি জানিয়ে বলেছিলেন, যেখানে চাষীরা চাষের জল পাচ্ছেন না সেখানে বিপুল জল খরচ করে ক্রিকেট ম্যাচ করানো অমানবিক ও বিলাসিতা ৷ এমনতাবস্থায় চেন্নাইয়ে আইপিএল ম্যাচ হওয়ার তীব্র বিরোধীতা করেন কমল হাসানও ৷
advertisement
মঙ্গলবার সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় মোটামুটি দুর্গে পরিণত করা হয় চিদাম্বরম স্টেডিয়ামে ৷ তবুও কেকেআর-সিএসকে ম্যাচ থেকে দূরে রাখা যায়নি বিক্ষোভের আঁচ ৷ ম্যাচ চলাকালীন দর্শকদের মধ্যে লুকিয়ে থাকা বিক্ষোভকারীরা ক্রিকেটারদের উদ্দেশ্যে ছোঁড়ে জুতো ৷
advertisement
এমন ঘটনার পর থেকেই চেন্নাইয়ে আরও আইপিএল ম্যাচ হওয়া নিয়ে তৈরি হয় সংশয় ৷ শেষ পর্যন্ত আলাপ-আলোচনার পর চেন্নাই থেকে আইপিএলের বাকি ৬টি ম্যাচই সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই ৷ ম্যাচগুলির পরিবর্তিত ভেন্যু নিয়ে এখনও কিছু জানানো হয়নি ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কাবেরী নিয়ে বিক্ষোভের জেরে চেন্নাই থেকে সরল আইপিএল
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement