রাসেলকে নিয়ে সংশয় নেই, ঝুঁকি এড়াতেই বিশ্রাম, দাবি ভেঙ্কির

Last Updated:

আন্দ্রে রাসেলেকে নিয়ে কোনও সংশয় নেই।

#কলকাতা: আন্দ্রে রাসেলেকে নিয়ে কোনও সংশয় নেই। তবে লম্বা টুর্নামেন্টে বাড়তি ঝুঁকি এড়াতেই শনিবার ইডেনে তাঁকে আগে তুলে নিয়েছিল নাইটরা। রবিবার এমনটাই দাবি করলেন ভেঙ্কি মাইসোর। নাইট সিইও’র সঙ্গে এদিন ইডেনে ব্যাতিক্রমী প্রয়াসে হাজির ছিলেন কালিস-কাটিচরা। রবিবার সকালে কলকাতা নেমে ছুটে এসেছিলেন জুহি চাওলাও। এই মরশুমে এখনও কোনও ম্যাচে ইডেনে যেতে পারেননি। তবে জুহি কেকেআর ভক্তদের আশ্বাস দিচ্ছেন, খুব তাড়াতাড়ি কলকাতার কোনও ম্যাচে ইডেনে থাকবেন।
কেকেআরের পরের ম্যাচ ২৭ এপ্রিল দিল্লির বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায়। টানা ছ’দিনের বিশ্রামে রাসেল আরও বেশি করে সেরে ওঠার সুযোগ পাবেন বলে মনে করছে কেকেআর শিবির।  দলের ব্যাটিং কোচ সাইমন ক্যাটিচ বলেন, ‘‘রাসেলের চোট অতটা গুরুতর নয়। সামান্য খোঁড়াচ্ছিল ঠিকই। দিল্লি ম্যাচের আগে ও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রাসেলকে নিয়ে সংশয় নেই, ঝুঁকি এড়াতেই বিশ্রাম, দাবি ভেঙ্কির
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement