#সিডনি: এবারের ভারতীয় দলের কোচ ছিলেন যখন তখন মধুর কোনও অনুভব ছেড়ে যেতে পারেননি গ্রেগ চ্যাপেল ৷ অন্যদিকে ইয়ান চ্যাপেলও বিভিন্ন সময়ে ভারতীয়দের বিরূপ সমালোচনা করার জেরে খুব একটা প্রিয়পাত্র নন ৷
তবুও চ্যাপেল ফাউন্ডেশনের প্রথম চ্যারিটি ডিনারে নিজেদের স্মারক পাঠালো ভারতীয় দল ৷ ২০০৭ সালের টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা নিজেদের স্বাক্ষর সম্বলিত ব্যাট দিচ্ছেন নিলামের জন্য ৷ ২৪ মে আয়োজন করা হয়েছে এই ডিনার ৷ গৃহহীণ তরুণদের জন্য কাজ করে চ্যাপেল ভাইদের এই ফাউন্ডেশন ৷ আশা করা হচ্ছে এই চ্যারিটি ডিনার থেকে ২ লক্ষ ডলার যা ভারতীয় অর্থের হিসেবে এক কোটি টাকারও বেশি তা পাওয়া যাবে ৷
এদিকে এই বিশেষ চ্যারিটি ডিনারে ৪০০ জন আমন্ত্রিতের তালিকায় ৩০ জন ভারতীয়ও রয়েছেন ৷ এই ডিনার থেকে কিছু সৌভাগ্যবানের কপালে অ্যাডিলেড ওভালে বিশেষ বসার ব্যবস্থা, ও জানুয়ারিতে সিডনি টেস্টে এসসিজি-র বিশেষ হসপিটালাটি স্যুটে বসার সুযোগ পাবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Greg Chappell, Indian Cricket Team