শামি কি আইপিএলে খেলতে পারবেন ? বোর্ডের নির্দেশের অপেক্ষায় দিল্লি ডেয়ারডেভিলস
Last Updated:
#কলকাতা: স্ত্রী হাসিন জাহানের একের পর এক বাউন্সারে এখন ভালমতোই বেকায়দায় মহম্মদ শামি ৷ হাসিনের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শামির বিরুদ্ধে বধূ নির্যাতন (৩৯৮এ), মারধর (৩২৩), খুনের চেষ্টা (৩০৭), ৩৭৬ (ধর্ষণ), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন), ৩২৮ (বিষ দিয়ে হত্যার চেষ্টা) এবং ৩৩৪ (অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। শামির পরিবারের আরও চার জন দেওর, দেওরের স্ত্রী, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন হাসিন ৷ এই অবস্থায় শামির ক্রিকেট কেরিয়ারই এখন বড়সড় প্রশ্নের মুখে ৷
আইপিএল আসন্ন ৷ এপ্রিলের ৭ তারিখ থেকেই শুরু হয়ে যাবে দেশের টি২০ মহাযুদ্ধ ৷ এই অবস্থায় শামিকে নিয়ে চিন্তায় তাঁর দল দিল্লি ডেয়ারডেভিলস ৷ স্ত্রী হাসিন জাহানের একগুচ্ছ অভিযোগের পরেই বিসিসিআই-এর চুক্তি থেকে বাদ পড়েছেন পেসার মহম্মদ শামি। এবার তাঁর আইপিএল-এ খেলা নিয়েও সংশয় তৈরি হল। বাংলার এই পেসারকে প্রস্তুতি শিবিরে ডাকা হবে কি না, সে বিষয়ে বোর্ডের কাছ থেকে আইনি পরামর্শ চাইছে দিল্লি ডেয়ারডেভিলস। বিসিসিআই অনুমতি না দিলে আইপিএল-এও খেলতে পারবেন না শামি।
advertisement
শামিকে খেলানো বা না খেলানোর বিষয়টা এখন আর শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজির হাতে নেই ৷ বিসিসিআই-এর নির্দেশের জন্য তাই অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই দিল্লি কর্তাদের ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2018 8:41 PM IST