বল-বিকৃতি নিয়ে বিরক্ত কালিস সতর্ক করবেন নাইটদেরও

Last Updated:

এমন কেলেঙ্কারির প্রভাব যাতে তাঁর কেকেআর দলের ক্রিকেটারদের উপর না পড়ে, তার জন্য এখন যথেষ্ট সতর্ক কালিস ৷

#কলকাতা:  নতুন মরশুম। নতুন মেজাজ। নতুন চ্যালেঞ্জ। নতুন জার্সিতে হাজির কলকাতা নাইট রাইডার্স। রবিবার কলকাতার একটি অভিজাত হোটেলে দলের নতুন জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে হাজির কোচ থেকে অধিনায়ক প্রত্যেকেই। ছিলেন কুলদীপ, রাসেল, বিনয় কুমার, শুভমন গিল, রিঙ্কু সিংরা। সশরীরে না থাকতে পারলেও ভিডিও মেসেজে বার্তা নাইট মালিক শাহরুখ খানের। ছিলেন নাইটদের সিইও ভেঙ্কি মাইসোরও। গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া দায়িত্ব এবার তাঁর হাতে। চাপ হবে। সেটা বুঝতে পারছেন। তবে একঝাঁক তরুণ তুর্কিকে নিয়ে চ্যালেঞ্জটা নিতে চান অধিনায়ক দীনেশ কার্তিক। মিচেল স্টার্কের বদলি কে হবেন ? সোমবারই সেই নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে। কলকাতার প্রথম ম্যাচ ৮ এপ্রিল, ইডেনে বিরাটের আরসিবির বিরুদ্ধে।
স্মিথদের বল বিকৃতি কাণ্ড ঘিরে এখন উত্তাল ক্রিকেট বিশ্ব ৷ তাঁর নিজের দেশেই যে এমন কাণ্ড ঘটবে, তা ভাবতেই পারছেন না কেকেআর কোচ জ্যাক কালিস ৷ এই বিষয় যে তিনি অত্যন্ত সতর্ক এবং কড়া সেটা জানালেন রবিবারের অনুষ্ঠানে ৷ এমন কেলেঙ্কারির প্রভাব যাতে তাঁর কেকেআর দলের ক্রিকেটারদের উপর না পড়ে, তার জন্য এখন যথেষ্ট সতর্ক কালিস ৷ এব্যাপারে দলের ক্রিকেটারদের সতর্কও তিনি করবেন বলে জানিয়েছেন ৷ মাঠে নেমে কোনও অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না বলেই সাফ জানিয়েছেন কালিস ৷ তাঁর মতে, ‘‘  এই ঘটনার পরে আমাদের বিষয়টা নিয়ে  নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। ক্রিকেটটা পরিচ্ছন্ন ভাবে খেলা উচিত। এর স্বচ্ছতা অবশ্যই বজায় রাখতে হবে।  দলের ছেলেদের বলব, পরিশ্রম করো, লড়াই করো কিন্তু পরিচ্ছন্ন ক্রিকেট খেলো। এ ভাবেই আমাদের ছেলেদের মাঠে দেখতে চাই। নিয়মের মধ্যে থেকে, নৈতিক ভাবে যতটুকু করার, ততটুকুই করা উচিত। অবশ্য আমরা সবসময় এ ভাবেই খেলে এসেছি আইপিএলে।’’
advertisement
advertisement
Photo Courtesy: KKR Photo Courtesy: KKR
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বল-বিকৃতি নিয়ে বিরক্ত কালিস সতর্ক করবেন নাইটদেরও
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement