কাটিংয়ের লড়াই কাজে এল না, প্লে অফের আগেই বিদায় নিয়ে হতাশ গতবারের চ্যাম্পিয়নরা
Last Updated:
‘নিজেরা তো ডুবেছি.... বাকিদের নিয়েই ডুবব ৷’ রবিবার কোটলায় এমন মন্ত্র নিয়েই যেন খেলতে নেমেছিল শ্রেয়স আইয়ারের দিল্লি ৷
#নয়াদিল্লি: ‘নিজেরা তো ডুবেছি.... বাকিদের নিয়েই ডুবব ৷’ রবিবার কোটলায় এমন মন্ত্র নিয়েই যেন খেলতে নেমেছিল শ্রেয়স আইয়ারের দিল্লি ৷ প্লে অফে ওঠার লড়াইয়ে বাকী সব দল থাকলেও একমাত্র দিল্লিরই অনেক আগেই প্লে অফে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায় ৷ অন্যদিকে প্লে অফে যেতে হলে মুম্বইকে এদিন শুধুমাত্র জিতলেই হত ৷ কারণ নেট রানরেটের বিচারে বাকীদের থেকে অনেকাংশে এগিয়েই ছিল নীতা আম্বানির দল ৷ কিন্তু কোটলায় রবিবার দিল্লির স্পিন আক্রমণের কাছে প্রায় আত্মসমর্পন করলেন রোহিতরা ৷ ১১ রানে হেরে প্লে অফের আগেই বিদায় গতবারের চ্যাম্পিয়নদের ৷
১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে ওপেনার লুইস কিছুটা ভাল শুরু করলেও সঙ্গীর অভাবে তা বেশি সময় স্থায়ী হয়নি ৷ ব্যর্থ পোলার্ড, রোহিত, ঈশান, পাণ্ডিয়ারাও ৷ শেষদিকে অবশ্য একটা মরিয়া লড়াই চালিয়েছিলেন বেন কাটিং (৩৭) ৷ ম্যাচ প্রায় জিতিয়েই দিচ্ছিলেন তিনি ৷ কিন্তু হর্ষল প্যাটেলের বলে তিনি আউট হতেই সব আশা শেষ হয়ে যায় মুম্বইয়ের ৷ রোহিতরা হারায় অবশ্য মনে মনে খুশিই হবেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা ৷ কারণ আতঙ্কের মুম্বইকে যে ইডেনে বুধবার খেলতে হবে না তাঁদের ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2018 10:43 AM IST