খেতাবের লড়াইতে দুই দক্ষিণী দলের লড়াই, কারা নামবেন মেগা ফাইনালে
Last Updated:
২০১৫ সালে শেষবার আইপিএল ফাইনাল খেলেছিল চেন্নাই সুপার কিংস ৷ সেবার তারা মুম্বই ইন্ডিয়ন্সের কাছে হেরে রানার্স হয়েছিল ৷
#মুম্বই: ২০১৫ সালে শেষবার আইপিএল ফাইনাল খেলেছিল চেন্নাই সুপার কিংস ৷ সেবার তারা মুম্বই ইন্ডিয়ন্সের কাছে হেরে রানার্স হয়েছিল ৷
আর সানরাইজার্স হায়দরাবাদ একবারই আইপিএল ফাইনালে উঠেছিল , সেটা ছিল ২০১৬ সাল ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা ৷
২০১৫ –র পর দু‘বছর নির্বাসনে থাকায় আইপিএলে আর খেলাই হয়নি চেন্নাই সুপার কিংসের ৷ কিন্তু ফিরে এসেই আবার সেই দাপট ৷ এই নিয়ে ১১ মরশুমের আইপিএলের মধ্যে ৭ বার তারা ফাইনাল খেলছে ৷ দুটি বছর তারা ছিল না, অর্থাৎ ৯ বছরে ৭ ৷ ধারাবাহিকতা আর কাকে বলে ৷
advertisement
advertisement
এদিকে রবিবারের ম্যাচে কোন একাদশ খেলাবে দু‘দল তা নিয়েও জল্পনা জারি ৷ এই ম্যাচে সেরা এগারোর ওপর নিঃসন্দেহে ভরসা রাখবে দুটি দলই ৷ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলের নন পারফর্মিং ক্রিকেটারদের কি এই মেগা ম্যাচের আগে ছেঁটে ফেলতে পারেন তা নিয়ে একটা প্রশ্ন থাকলেও থিঙ্ক ট্যাঙ্কের ধারণা খুব একটা বদল আসবে না দলে ৷
advertisement
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ – এম এস ধোনি, ফ্যাফ ডুপ্লেসিস , শ্যেন ওয়াটসন/ স্যাম বিলিংস, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, ডোয়েন ব্র্যাভো , রবীন্দ্র জাডেজা, হরভজন সিং, দীপক চাহার, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিডি ৷
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ – কেন উইলিয়ামসন, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, দীপক হুডা, ইউসুফ পাঠান/মণীশ পান্ডে, শাকিব আল হাসান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা/বাসিল থাম্পি, সিদ্ধার্থ কউল, রশিদ খান, কার্লোস ব্রেথওয়েট ৷
এই ম্যাচে খুব বেশি পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবে না দুটি থিঙ্ক ট্যাঙ্কই ৷ তবে মহেন্দ্র সিং ধোনি এবং কেন উইলিয়ামসন দুই অধিনায়কেরই একটা মিল আছে দু‘জনেই নির্ধারিত পথের বাইরে গিয়ে ভাবতে ভালোবাসেন ৷ মেগা ম্যাচ দুই অধিনায়কের ‘আউট অফ দ্য বক্স’ ভাবনাও নিশ্চিতভাবেই ওয়াংখেড়ের চ্যাম্পিয়নের ভাগ্য লিখে দেবে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2018 5:02 PM IST