ব্যক্তিগত নৈপুণ্যের মিশেলে তৈরি চেন্নাই সুপার কিংস, নামছে সপ্তম আইপিএল ফাইনালে

Last Updated:

এই রবিবার যখন আইপিএল খেলতে নামছে চেন্নাই সুপার কিংস, সেটা তাদের সপ্তম আইপিএল ফাইনালে খেলা হবে ৷

#মুম্বই:  এই রবিবার যখন আইপিএল খেলতে নামছে চেন্নাই সুপার কিংস, সেটা তাদের সপ্তম আইপিএল ফাইনালে খেলা হবে ৷ ওয়াংখেড়েতে  মেগা ফাইনালে -র আগে চেন্নাইয়ের শক্তি তাদের ব্যক্তিগত নৈপুণ্যের সমাহার ৷
দু‘বছর নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরে আসা সিএসকে এবার মরশুমের শুরুতেই সমালোচনার মুখে পড়েছিল , তাদের গায়ে সেঁটে দেওয়া হয়েছিল ‘বুড়োদের দল’-র তকমা ৷
advertisement
তবে দলের একাধিক ক্রিকেটার সকলেই পারফরম্যান্স করেছেন নজর কাড়া ৷ একাধিক ব্যক্তিগত নৈপুণ্যের সমাহারে একের পর এক ম্যাচ জিতে চলেছে সিএসকে ৷
advertisement
CSK-Batting
এবারের আইপিএলে ব্যাট হাতে ৪০০-র বেশি রান করেছেন ৪ জন সিএসকে ক্রিকেটার ৷ অম্বাতি রায়ডু এই তালিকার ফার্স্ট বয় ৷ তাঁর রান ৫৮৬ ৷ এরপর ৪৫৫ রান নিয়ে রয়েছেন অধিনায়ক ধোনি, ৪৩৮ রান নিয়ে শ্যেন ওয়াটসন, ৪১৩ রানের মালিক সুরেশ রায়না ৷
advertisement
CSK-bowl
বোলারদের পারফরম্যান্সেও বেশ কিছু ব্যক্তিগত নৈপুণ্যের ছবি সামনে এসেছে ৷  সবাই মিলে এই মরশুমে ৮৫ উইকেট তুলে নিয়েছেন ৷ পাঁচ জন চেন্নাই বোলারের ঝোলায় ১০ টি –র বেশি উইকেট রয়েছে ৷ বোলিং ব্রিগেডে চেন্নাইয়ের ফার্স্ট বয় শার্দুল ঠাকুর ৷  তিনি নিয়েছেন ১৫ টি উইকেট ৷ এরপর রয়েছেন ১৩ টি উইকেট নিয়ে ডয়েন ব্র্যাভো ৷ ১০ টি করে উইকেট নিয়েছেন এনগিদি, জাদেজা, চাহার ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ব্যক্তিগত নৈপুণ্যের মিশেলে তৈরি চেন্নাই সুপার কিংস, নামছে সপ্তম আইপিএল ফাইনালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement