এবি-কে পরের বছর আইপিএলে খেলতে দেখা যাবে ? সোশ্যাল মিডিয়ার পোস্ট কী বলছে ?

Last Updated:

পরের আইপিএলে এবি কি খেলবেন আরসিবি-র হয়ে ? ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি কিন্তু আশাবাদী ৷

#জোহানেসবার্গ: সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবি ডেভিলিয়ার্স ৷ দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটারের এই ঘোষণায় অবাক হয়ে গিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব ৷ মিস্টার ৩৬০ ডিগ্রির খেলা আর দেখা যাবে না, তা ভাবতেই পারেননি কেউ ৷ তবে একটা আশা সবারই ছিল ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে না হলেও অন্তত যদি আইপিএলে খেলতে দেখা যায় এবিডি-কে ৷
আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এখনও পর্যন্ত ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ান ডে ৭৮টি টি২০ ম্যাচ খেলেছেন ডেভিলিয়ার্স ৷ সদ্য সমাপ্ত আইপিএলেও দারুণ ফর্মে ছিলেন তিনি ৷ ১১ ইনিংসে ৪৮০ রান আসে এবি-র ব্যাট থেকে ৷ সঙ্গে কিছু দুর্দান্ত ফিল্ডিংয়ের নজির তো ছিলই ৷ তাঁর ‘স্পাইডারম্যান’ ক্যাচ এবারের আইপিএলের অন্যতম সেরা ক্যাচ ৷
advertisement
তবে পরের আইপিএলে এবি কি খেলবেন আরসিবি-র হয়ে ? ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি কিন্তু আশাবাদী ৷ এমনকী, অবসরের পরও ঘরোয়া ক্রিকেটে এবি খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন ৷ তাই ডেভিলিয়ার্সকে নিয়ে আশাবাদী ছিল বিরাট কোহলির দল ৷ কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনস্টাগ্রাম পোস্ট অবশ্য এবি-র যোগদান নিয়ে গুঞ্জন আরও বাড়িয়েছে। এক পোস্টে লেখা হয়েছে, ‘‘এবি আমাদের জন্য যা করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ ওঁর কাছে। এখনও মৃদু আশা রয়েছে হয়তো ২০১৯-এ চিন্নাস্বামী স্টেডিয়ামে এবি-কে দেখা যাবে।’’
advertisement
advertisement
Capture
তবে এবির-র পরের বছর আইপিএলে আরসিবি-র হয়ে খেলা নিয়ে সংশয় রয়েছে ৷ কারণ টুইটারে আইপিএল শেষেই আরসিবি-কে আনফলো করেন ডেভিলিয়ার্স ৷ এই একটা ব্যাপারই আরসিবি সমর্থকদের মন আরও ভেঙে দিয়েছে ৷ তবে শেষপর্যন্ত এবি আইপিএল খেলা নিয়ে নিজের সিদ্ধান্ত বদল করেন কী না, তার জন্য অপেক্ষা করতে হবে আরও এক বছর ৷
বাংলা খবর/ খবর/খেলা/
এবি-কে পরের বছর আইপিএলে খেলতে দেখা যাবে ? সোশ্যাল মিডিয়ার পোস্ট কী বলছে ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement