অনিশ্চিত আইপিএল নিলাম ! কিন্তু কেন ?
Last Updated:
বোর্ডের মামলা-মোকদ্দমার জেরে অনিশ্চিত আইপিএলের নিলাম।
#মুম্বই: বোর্ডের মামলা-মোকদ্দমার জেরে অনিশ্চিত আইপিএলের নিলাম। ফেব্রুয়ারির প্রথমসপ্তাহে নিলাম নিয়ে ধোঁয়াশা। অচলাবস্থার জের গভর্নিং কাউন্সিলে। জাতীয় ক্রীড়া সংস্থায় লোধা সুপারিশ লাগুর দাবিতে পিটিশন। কেন্দ্রের মত জানতে নোটিস সুপ্রিম কোর্টের।
মামলা-মোকদ্দমার জেরে বিশ বাঁও জলে ২০১৭-র আইপিএল। জানুয়ারির শেষ সপ্তাহেই প্রতিবছর ড্রাফটিং হয় আইপিএলের। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হয় ক্রিকেটারদের নিলাম। কিন্তু এবার সুপ্রিম কোর্টে বিসিসিআই নিয়ে জনস্বার্থ মামলার জেরবার বোর্ড। যেকোনও খরচ সংক্রান্ত সিদ্ধান্তের জন্য লোধা কমিশনের সবুজ সঙ্কেতের অপেক্ষায় থাকতে হচ্ছে বোর্ডের সিইও রাহুল জোহরিকে। এদিকে লোধার দ্বিতীয় দফার ফতোয়ায় অকেজো হয়ে পড়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। বাতিল হয়েছেন অধিকাংশ কর্তা। এমন অচলাবস্থায় কবে আইপিএলের নিলাম হবে কেউই জানে না।
advertisement
এদিকে বোর্ডের জনস্বার্থ মামলায় সোমবার নতুন নোটিস জারি করল শীর্ষ আদালত। নোটিস পাঠানো হয়েছে কেন্দ্রকে। লোধার সুপারিশ সব জাতীয় ক্রীড়া সংস্থায় লাগু করার দাবিতে আগেই পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টে। বোর্ডের মামলায় জুড়ে দেওয়া হয়েছে অন্য খেলার মামলাও। মঙ্গলবারই বোর্ডের মামলায় ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। শুনানি হবে বিচারপতি মিশ্রর বেঞ্চে। আগের শুনানিতে বোর্ডে পর্যবেক্ষক প্যানেলের জন্য সিলবন্ধ খামে ৯ জনের নাম প্রস্তাব করেন অ্যামিকাস কিউরি। মঙ্গলবার তার থেকেই ৩-৫ জনের চূড়ান্ত প্যানেলের নাম জানাতে পারে সর্বোচ্চ আদালত।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2017 8:30 PM IST