মেয়ের মৃত্যুর খবর জানতে পারেননি! জনপ্রিয় আম্পায়ার আলিম দার আজ বড় ঘোষণা করলেন

Last Updated:

Aleem Dar retires- বিশ্বের সবচেয়ে সম্মানিত আম্পায়ারদের একজন তিনি। আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার ডেভিড শেফার্ড ট্রফির তিনবারের বিজয়ী। তবে এবার থামবেন বলে ঠিক করেছেন আলিম দার।

নয়াদিল্লি: ক্রিকেটই তাঁর ধ্যান-জ্ঞান। দীর্ঘ প্রায় ২৫ বছরের আম্পায়ারিং কেরিয়ারের ইতি টানতে চলেছেন আলিম দার। বিশ্বের সবচেয়ে সম্মানিত আম্পায়ারদের একজন তিনি। আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার ডেভিড শেফার্ড ট্রফির তিনবারের বিজয়ী। তবে এবার থামবেন বলে ঠিক করেছেন আলিম দার। পিসিবির ২০২৪-২৫ মরশুমের শেষে অবসর নেবেন বলে জানালেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৮-৯৯ কায়েদ-ই-আজম ট্রফিতে প্রথম-শ্রেণীর আম্পায়ারিংয়ে অভিষেক হয় তাঁর। ৫৬ বছর বয়সী আলিম ১৯৮৬ থেকে ১৯৯৮ সালের মধ্যে ১৭টি প্রথম-শ্রেণীর এবং ১৮টি লিস্ট-এ ম্যাচে খেলেন। ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি আম্পায়ারদের আইসিসি এলিট প্যানেলে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন- সরফরাজ খানের ভাই মুশির খানের মারাত্মক অ্যাক্সিডেন্ট, এক চুলের জন্য বাঁচলেন প্রাণ
আলিম দার এখনও পর্যন্ত রেকর্ড-ব্রেকিং ১৪৫ টেস্ট, ২৩১ ওয়ানডে ম্যাচ, ৭২টি টি-টোয়েন্টি, ৫টি উইমেন্স টি-টোয়েন্টি, ১৮১টি প্রথম-শ্রেণীর ম্যাচ এবং ২৮২টি লিস্ট-এ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। অবসর ঘোষণা করে আলিম দার বলেছেন, ২৫ বছর ধরে আম্পায়ারিং করছি। এই প্রজন্মের সেরা খেলোয়াড়দের সাথে কিছু সবচেয়ে আইকনিক ম্যাচ পরিচালনা করেছি। বিশ্বের সেরা কর্মকর্তাদের সাথে কাজ করা সম্মানের বিষয়। তবে সমস্ত দুর্দান্ত যাত্রার শেষ তো আছেই।
advertisement
advertisement
সম্প্রতি জীবনের একটি দুঃখজনক ঘটনার কথা শেয়ার করেছেন তিনি। মাত্র সাত মাস বয়সেই তাঁর মেয়ে মারা যায়। সেই খবরটা প্রায় একমাস আলিম দারকে জানায়নি তাঁর পরিবার! কেন মেয়ের মৃত্যুর খবর পাকিস্তানের এই আম্পায়ারের থেকে লুকিয়ে রাখা হয়েছিল?
আরও পড়ুন- কেকেআর থেকে বাদ ৫ মহাতারকা! সকলকে চমকে দেবে নাইটরা? হিতে বিপরীত হবে না তো!
আলিম দার সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে জানিয়েছেন, ২০০৩ সালের ঘটনা। আইসিসি প্যানেল আম্পায়ার হিসেবে আমি সবেমাত্র কেরিয়ার শুরু করছিলাম। কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ছিল। তাই আমাকে আমার মেয়ের মৃত্যুর খবর দেওয়া হয়নি। আমার পরিবার খুব ভাল করেই জানত, মেয়ের মৃত্যুর খবর শুনলে আমি হয়তো বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরে আসব। মেয়ের মৃত্যুর ব্যাপারে জানার পর একেবারে ভেঙে পড়েছিলাম। জীবনের সবথেকে দুঃখজনক মুহূর্ত ছিল।
advertisement
‘যদিও আমি এই মৌসুমে দায়িত্ব পালন চালিয়ে যাব, এটিই হবে আমার শেষ। আমি পরবর্তী প্রজন্মের ম্যাচ অফিসিয়ালদের মেন্টরিং এবং সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই মহৎ পেশায় যারা ক্যারিয়ার গড়ছেন তাদের নির্দেশনা দেওয়ার জন্য আমি সবসময় উপলব্ধ থাকব।’
বাংলা খবর/ খবর/খেলা/
মেয়ের মৃত্যুর খবর জানতে পারেননি! জনপ্রিয় আম্পায়ার আলিম দার আজ বড় ঘোষণা করলেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement