‘বাংলার’ ছেলেকে সরিয়ে ভারতীয় দলে ঢোকার দৌড়ে এগিয়ে ‘কলকাতার’ অধিনায়ক
Last Updated:
আইপিএল চলাকালীনই চোট পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা ৷ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময়ের সেই চোট এখনও পুরোপুরি সারেনি ৷ এই অবস্থায় ভারত বনাম আফগানিস্তান ঐতিহাসিক টেস্টে তাঁর খেলা কার্যত অনিশ্চিত ৷
#মুম্বই : আইপিএল চলাকালীনই চোট পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা ৷ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময়ের সেই চোট এখনও পুরোপুরি সারেনি ৷ এই অবস্থায় ভারত বনাম আফগানিস্তান ঐতিহাসিক টেস্টে তাঁর খেলা কার্যত অনিশ্চিত ৷
ঋদ্ধি নিজেও আর কোর্টে বল রাখেননি ৷ বিসিসিআইয়ের মেডিক্যাল টিম যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে এমনটাই জানিয়েছিলেন তিনি ৷ ফলে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দলে আসার দৌড়ে এগিয়ে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ৷ আসলে আইপিএলে কেকেআর অধিনায়ক হিসেবে উইকেটের সামনে-পিছনে তাঁর পারফরম্যান্সে দারুণ খুশি নির্বাচকরা ৷
advertisement
advertisement
পাশাপাশি বোর্ড সূত্রের খবর এই আফগানিস্তান সফরের হাত ধরে লম্বা ফর্মাটে ইংল্যান্ডেও ঋদ্ধিকে বাদ দিয়েই ভাবনাচিন্তা করছে নির্বাচন কমিটি ৷ নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ নাকি চাইছেন ইংল্যান্ড সফরেও দীনেশ কার্তিককে টেস্টে উইকেটের পিছনে গ্লাভস হাতে দায়িত্ব সামলাতে দিতে ৷
২০১০ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন দীনেশ কার্তিক ৷ প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ২৭ টি শতরান সহ ৯০০০ রান রয়েছে ৷ ভারতের জার্সিতে ২৩ টি টেস্টে কার্তিকের ১০০০ রান রয়েছে, যাতে ১ টি শতরান ও ৭ টি অর্ধশতরান রয়েছে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2018 8:51 AM IST