শেষ অলিম্পিকেও সোনাই লক্ষ্য অভিনবের

Last Updated:

ব্রাজিলে এবার বেজিংকে ফিরিয়ে আনতে চান সোনার ছেলে অভিনব বিন্দ্রা।

#রিও ডি জেনেইরো: চার বছর আগের লন্ডন হতাশ করেছিল। ব্রাজিলে এবার বেজিংকে ফিরিয়ে আনতে চান সোনার ছেলে অভিনব বিন্দ্রা। ফের একবার সোনা জিতেই অবসর জীবন শুরু করতে চান তিনি।
সময়ের নিরিখে সময়টা আট বছর আগের। কিন্তু এই ছবিটা এখনও টাটকা ১২৭ কোটি ভারতের। আঠাশ বছর পর, অলিম্পিকের ইতিহাসে ভারতের সোনার খরা কেটেছিল তাঁর বন্দুকে। ব্রাজিল যাওয়ার আগে ঘোষণা করেছেন দশ মিটার এয়ার রাইফেলে এবার সেই বেজিংয়ের ছায়া ফিরিয়ে আনবেন। কারণ, অভিনবও জানেন রিও’ই হয়তো তাঁর শেষ স্টপ।
৩৩ বছরের অভিনবই ভারতের প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ী অলিম্পিয়ান। ১৯৮০ সালে ভারতীয় হকির সোনা জয়ের ২৮ বছর পর বেজিংয়ে সোনা জিতেছিলেন তিনি। যদিও রিও যাওয়ার আগে সময়টা ভাল যায়নি তাঁর। এশিয়ান গেমসে ব্রোঞ্জ আর কমনওয়েলথ গেমস থেকে প্রাপ্তি সোনা।
advertisement
advertisement
মিউনিখে ১২২.৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ ভারতীয় শ্যুটার হিসেবে যোগ্যতা অর্জন করেছেন তিনি। খুব স্বাভাবিক ভাবে অলিম্পিকের উদ্বোধনের পর দেশ তাকিয়ে থাকবে ৮ তারিখের দিকেই। তাকিয়ে থাকবে অভিনব বিন্দ্রার বুলস আইয়ের অপেক্ষায়।
বাংলা খবর/ খবর/খেলা/
শেষ অলিম্পিকেও সোনাই লক্ষ্য অভিনবের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement