IOC: ভারতের স্বপ্ন অলিম্পিক ২০৩৬! পাশে থাকার বার্তা দিলেন আমেরিকার রাষ্ট্রদূত
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
ভারত স্বপ্ন দেখে অলিম্পিকের আসর বসবে এই দেশে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে নিজের সমর্থন জানালেন ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি।
ভারত স্বপ্ন দেখে অলিম্পিকের আসর বসবে এই দেশে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে নিজের সমর্থন জানালেন ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি।
এই মুহূর্তে মুম্বইতে চলছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি-র ১৪১তম বার্ষিক অধিবেশন। ২০২৮ সালে লস এঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্ত হতে চলেছে ক্রিকেট। সেই বিষয়ে ভোটাভুটির মাঝখানেই ২০৩৬ সালে ভারতে অলিম্পিকের আসর বসানোর বিষয়ে নিজের সহমত প্রকাশ করলেন গারসেটি।
নিউজ ১৮-এর সঙ্গে কথা বলার সময় লস এঞ্জেলেসের প্রাক্তন মেয়র গারসেটি ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়ে বলেন, ‘সারা বিশ্বে ভারতের মতো ক্রিকেটপাগল দেশ আর একটিও নেই। ভারত এবং ভারতবাসীর জন্য এটাই আমাদের দেওয়া দ্রুততম উপহার, বিশেষত যখন মাত্র দু’দিন আগেই তারা পাকিস্তানকে হারিয়েছে।’
advertisement
advertisement
আইওসি-র অধিবেশন আয়োজন করার জন্য নীতা আম্বানিরও ভূয়সী প্রশংসা করেন তিনি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৪১তম বার্ষিক অধিবেশন চলছে মুম্বইয়ের জিও ওয়র্ড্ক সেন্টারে। আর এর ফলেই ভারতের সুবিধা হয়েছে অলিম্পিক আয়োজনের দাবি পেশ করার ক্ষেত্রে, এমনটা মনে করছেন অনেকেই। গারসেটি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছি, কোনও রকম সাহায্যের প্রয়োজন হলে, আমি করব।’
advertisement
গত শনিবার জিও কনভেনশন সেন্টারে মোদি জানিয়েছিলেন, ভারত আন্তরিকভাবে চায় অলিম্পিক আয়োজন করতে। আর সেক্ষেত্রে চেষ্টার কোনও ত্রুটি থাকবে না বলে জোর গলায় সওয়াল করেন তিনি। ১৪১তম আইওসি অধিবেশনের সূচনা করে মোদি বলেন, ভারত চায় ২০২৯ সালের যুব অলিম্পিকের আয়োজন করতে। ভারতীয়রা খুবই উৎসাহী। ২০৩৬ সালের অলিম্পিক ভারতে হলে তা সফল করতে চেষ্টার কোনও ত্রুটি রাখা হবে না।
advertisement
মোদি বলেন, ‘এটা ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন। আপনাদের সাহায্য নিয়ে আমরা সেটা পূরণ করতে চাই। ২০২৯ সালের যুব অলিম্পিকও আমরা আয়োজন করতে চাই। আমার বিশ্বাস ভারতের দিকে আইওসি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে রাখবে।’
advertisement
সম্প্রতি ভারতের ক্রীড়া মন্ত্রক ঘোষণা করেছে, অলিম্পিক আয়োজনের জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন যাতে প্রস্তাব পেশ করতে পারে, সেবিষয়ে সব রকম সহায়তা করা হবে।
এর আগে ২০১০ সালে ভারতে কমনওয়েল্থ গেমস-এর আসর বসেছিল নয়াদিল্লিতে। তাছাড়া, বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপ, এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের মতো বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছে এদেশে। স্বাভাবিক ভাবেই অলিম্পিক নিয়ে একটা বাড়তি উন্মাদনা রয়েছেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 4:17 PM IST