বাংলাদেশকে পেলেই হারাচ্ছে ভারত! এবার বিশ্বকাপে 'টাইগার' শিকার, ২৬ জানুয়ারি বড় জয়

Last Updated:

Ind vs Ban Womens T20 WC- ২৬ জানুয়ারি, ২০২৫। আবার সেই কুয়ালালামপুরের বায়ুমাস ক্রিকেট ওভাল। এবারও সেই টি-টোয়েন্টি। প্রতিপক্ষ আবার বাংলাদেশ ও ভারত। ফলটা এবারও একই।

News18
News18
কলকাতা: ২০২৪ সালের ২২ ডিসেম্বর। সেদিন বায়ুমাস ওভালে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। টি-টোয়েন্টি সংস্করণের সেই টুর্নামেন্টের এক মাস পর আবার দুই দল মুখোমুখি হয়েছে বিশ্বকাপে। অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের সুপার সিক্সে আজ বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারতীয় দল।
২৬ জানুয়ারি, ২০২৫। আবার সেই কুয়ালালামপুরের বায়ুমাস ক্রিকেট ওভাল। এবারও সেই টি-টোয়েন্টি। প্রতিপক্ষ আবার বাংলাদেশ ও ভারত। ফলটা এবারও একই। বাংলাদেশকে হারাল ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেল সুমাইয়া আকতারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
আরও পড়ুন- বিরাট সাফল্য! বাংলার মুখ ‘উজ্জ্বল’ করল স্কুল পড়ুয়া প্রিয়ঞ্জনা, কী তার স্বপ্ন? জানলে গর্বিত
মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ এসেছিল ২ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া ও ভারত এসেছিল ৪ পয়েন্ট নিয়ে। বাংলাদেশকে আজ ভারত হারিয়ে পেয়েছে ৬ পয়েন্ট। এই ৬ পয়েন্ট অস্ট্রেলিয়া গতকাল পেয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। সুপার সিক্সে বাংলাদেশের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। সুপার সিক্সে নিয়ম রক্ষার ম্যাচটি বাংলাদেশ খেলবে কুয়ালালামপুরে।
advertisement
advertisement
এদিন ৬৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে ২৩ রানেই ভেঙে যায় ভারতের ওপেনিং জুটি। চতুর্থ ওভারের চতুর্থ বলে কামিলিনি জিকে (৩) বোল্ড করেন মসাম্মৎ আনিসা আকতার সোবা। তিন নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন সানিকা চালকে। আরেক ওপেনার ত্রিশা গোঙ্গাদির সঙ্গে ৩৮ রানের জুটি গড়তে অবদান রাখেন চালকে।
আরও পড়ুন- এক,দুই নয়, কেকেআরের ৩ তারকার চোটের ধাক্কা, অস্বস্তিতে টিম ম্যানেজমেন্ট, রইল চোট আপডেট
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক প্রসাদ। ব্যাটিং পেয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৬৪ রানে আটকে যায় তারা। ইনিংস সর্বোচ্চ ২১ রান করে অপরাজিত থাকেন সুমাইয়া। ২৯ বলের ইনিংসে বাংলাদেশ অধিনায়ক কোনো চার-ছক্কা মারতে পারেননি। ভারতের বৈষ্ণবী শর্মা ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ৪ ওভারে দেন মাত্র ১৫ রান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাংলাদেশকে পেলেই হারাচ্ছে ভারত! এবার বিশ্বকাপে 'টাইগার' শিকার, ২৬ জানুয়ারি বড় জয়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement