বিরাট সাফল্য! বাংলার মুখ 'উজ্জ্বল' করল স্কুল পড়ুয়া প্রিয়ঞ্জনা, কী তার স্বপ্ন? জানলে গর্বিত হবেন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Achievement Of School Student: আবারও যোগায় এল সাফল্য, এবার স্কুল পড়ুয়ার হাত ধরে বাংলার মুখ উজ্জ্বল প্রিয়াঞ্জনার নেতৃত্বাধীন বাংলার দলে সাফল্য, আগেই আন্তর্জাতিক স্তরে পুরস্কার জয় করেছিল প্রিয়াঞ্জনা!
advertisement
পারিবারিক অর্থনৈতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে ২০২৩ সালে মাত্র ১২বছর বয়সে থাইল্যান্ডে অনুষ্ঠিত অষ্টম আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সাব জুনিয়র বিভাগে, রিদমিক ও ট্র্যাডিশনালে স্বর্ণপদক এবং আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় রৌপ্য পদক জয় করে হাওড়ার শ্যামপুরের বঙ্গতনয়া প্রিয়াঞ্জনা। তার পর আবারও সাফল্য।
advertisement
দশম শ্রেণীর ছাত্রী প্রিয়ঞ্জনা। ছোট থেকেই নৃত্যের প্রতি ছিল অগাধ মনোযোগী। যে কারণে মাত্র তিন বছর বয়সে উলুবেড়িয়ার একটি নাচের স্কুলে ভর্তি করে পরিবার। পরে সে ভর্তি হয় রিদমিক যোগাসনের স্কুলে। তারপরই প্রিয়াঞ্জনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শ্যামপুর নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্রী প্রিয়াঞ্জনা জানা।
advertisement
advertisement