বিরাট সাফল্য! বাংলার মুখ 'উজ্জ্বল' করল স্কুল পড়ুয়া প্রিয়ঞ্জনা, কী তার স্বপ্ন? জানলে গর্বিত হবেন

Last Updated:
Achievement Of School Student: আবারও যোগায় এল সাফল্য, এবার স্কুল পড়ুয়ার হাত ধরে বাংলার মুখ উজ্জ্বল প্রিয়াঞ্জনার নেতৃত্বাধীন বাংলার দলে সাফল্য, আগেই আন্তর্জাতিক স্তরে পুরস্কার জয় করেছিল প্রিয়াঞ্জনা!
1/5
আবারও যোগায় সাফল্য, বাংলার মুখ উজ্জ্বল করল স্কুল পড়ুয়া প্রিয়ঞ্জনা। যোগায় আন্তর্জাতিক মঞ্চে আগেই মিলেছিল সাফল্য। জাতীয় স্তরের স্কুল গেমসসে সাফল্য ছিনিয়ে আনল বঙ্গ তনয়া প্রিয়াঞ্জনা।
আবারও যোগায় সাফল্য, বাংলার মুখ উজ্জ্বল করল স্কুল পড়ুয়া প্রিয়ঞ্জনা। যোগায় আন্তর্জাতিক মঞ্চে আগেই মিলেছিল সাফল্য। জাতীয় স্তরের স্কুল গেমসসে সাফল্য ছিনিয়ে আনল বঙ্গতনয়া প্রিয়াঞ্জনা।
advertisement
2/5
পারিবারিক অর্থনৈতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে ২০২৩ সালে মাত্র ১২বছর বয়সে থাইল্যান্ডে অনুষ্ঠিত অষ্টম আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সাব জুনিয়র বিভাগে, রিদমিক ও ট্র্যাডিশনালে স্বর্ণপদক এবং আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় রৌপ্য পদক জয় করে হাওড়ার শ্যামপুরের বঙ্গতনয়া প্রিয়াঞ্জনা। তার পর আবারও সাফল্য।
পারিবারিক অর্থনৈতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে ২০২৩ সালে মাত্র ১২বছর বয়সে থাইল্যান্ডে অনুষ্ঠিত অষ্টম আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সাব জুনিয়র বিভাগে, রিদমিক ও ট্র্যাডিশনালে স্বর্ণপদক এবং আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় রৌপ্য পদক জয় করে হাওড়ার শ্যামপুরের বঙ্গতনয়া প্রিয়াঞ্জনা। তার পর আবারও সাফল্য।
advertisement
3/5
দশম শ্রেণীর ছাত্রী প্রিয়ঞ্জনা। ছোট থেকেই নৃত্যের প্রতি ছিল অগাধ মনোযোগী। যে কারণে মাত্র তিন বছর বয়সে উলুবেড়িয়ার একটি নাচের স্কুলে ভর্তি করে পরিবার। পরে সে ভর্তি হয় রিদমিক যোগাসনের স্কুলে। তারপরই প্রিয়াঞ্জনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শ্যামপুর নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্রী প্রিয়ঞ্জনা জানা।
দশম শ্রেণীর ছাত্রী প্রিয়ঞ্জনা। ছোট থেকেই নৃত্যের প্রতি ছিল অগাধ মনোযোগী। যে কারণে মাত্র তিন বছর বয়সে উলুবেড়িয়ার একটি নাচের স্কুলে ভর্তি করে পরিবার। পরে সে ভর্তি হয় রিদমিক যোগাসনের স্কুলে। তারপরই প্রিয়াঞ্জনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শ্যামপুর নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্রী প্রিয়াঞ্জনা জানা।
advertisement
4/5
চলতি মাসে মহারাষ্ট্রে কোলাপুর শহরে অনুষ্ঠিত হয় স্কুল ভিত্তিক অনুর্ধ ১৭ ন্যাশনাল মহিলা ট্রাডিশনাল যোগাসন কম্পিটিশন। এই প্রতিযোগিতায় দেশের ২৮টি রাজ্যের মোট ৩৮ টি টিম অংশগ্রহণ করে। সেখানে পশ্চিমবঙ্গ থেকে প্রিয়াঞ্জনার নেতৃত্বাধীন ৫ জন সদস্যের একটি দল অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করে।
চলতি মাসে মহারাষ্ট্রে কোলাপুর শহরে অনুষ্ঠিত হয় স্কুল ভিত্তিক অনুর্ধ ১৭ ন্যাশনাল মহিলা ট্রাডিশনাল যোগাসন কম্পিটিশন। এই প্রতিযোগিতায় দেশের ২৮টি রাজ্যের মোট ৩৮ টি টিম অংশগ্রহণ করে। সেখানে পশ্চিমবঙ্গ থেকে প্রিয়াঞ্জনার নেতৃত্বাধীন ৫ জন সদস্যের একটি দল অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করে।
advertisement
5/5
উল্লেখ্য ওই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে মহারাষ্ট্র এবং দ্বিতীয় স্থান অর্জন করে ত্রিপুরার একটি দল। প্রিয়াঞ্জনাদের এই সাফল্যে খুশি রাজ্যের ক্রীড়া মহল। প্রিয়াঞ্জনা জানায়, তাঁর লক্ষ্য ভারত সরকার আয়োজিত খেলো ইন্ডিয়াতে অংশ নেওয়া।
উল্লেখ্য ওই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে মহারাষ্ট্র এবং দ্বিতীয় স্থান অর্জন করে ত্রিপুরার একটি দল। প্রিয়াঞ্জনাদের এই সাফল্যে খুশি রাজ্যের ক্রীড়া মহল। প্রিয়াঞ্জনা জানায়, তাঁর লক্ষ্য ভারত সরকার আয়োজিত খেলো ইন্ডিয়াতে অংশ নেওয়া।
advertisement
advertisement
advertisement