Indian Women Cricket Team: ইংল্যান্ডের বিরুদ্ধে চাবুক পারফরম্যান্স ভারতের মেয়েদের, বিশ্বরেকর্ড গড়ে জয় হরমনপ্রীতদের

Last Updated:

Indian Women Cricket Team: আগে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয় ছিল শ্রীলঙ্কা তবে এদিন ইংল্যান্ডকে দুরমুশ করে ভারত সেই রেকর্ড নিজের নামে করে নিল৷

ভারতীয় মহিলা ক্রিকেট দলের রেকর্ড গড়ে জয়- Photo- AP
ভারতীয় মহিলা ক্রিকেট দলের রেকর্ড গড়ে জয়- Photo- AP
মুম্বই: বিশ্বরের্কড গড়ে দুরন্ত জয় ভারতীয় মহিলা ব্রিগেডের৷ দীপ্তি শর্মার অলরাউন্ড পারফরম্যান্সে ভয় দিয়ে ভারত বনাম ইংল্যান্ড একমাত্র টেস্ট ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া৷  ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ভারতীয় দলের দেওয়া বিশাল লক্ষ্যের সামনে সহজেই আত্মসমর্পণ করে সফরকারী ইংল্যান্ড দল। ভারতীয় মহিলা দল এদিন ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে টেস্ট জিতল বিশাল ৩৪৭ রানে৷ এর আগে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয় ছিল শ্রীলঙ্কা তবে এদিন ইংল্যান্ডকে দুরমুশ করে ভারত সেই রেকর্ড নিজের নামে করে নিল৷
ইংলিশ ব্যাটারদের কাছে দীপ্তি শর্মার স্পিনের কোনও জবাব ছিল না৷ ফলে তাঁর মোক্ষম স্পিনের ফাঁদে পড়েন। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজিত এই টেস্ট ম্যাচে তৃতীয় দিনেই ৩৪৭ রানে জিতেছে ভারতীয় দল। এর আগে, এই  দুই দল ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল যেখানে ভারত ১-২  হেরেছিল। টেস্ট ম্যাচ জিতে সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে নিল টিম ইন্ডিয়া। মহিলা ক্রিকেটের পরিসংখ্যানের হিসেবে এটি যেকোনও দলের সবচেয়ে বড় ব্যবধানের রানে জয়।
advertisement
advertisement
advertisement
ভারত (INDw vs ENGw) প্রথম ইনিংসে ৪২৮ রান করেছিল। অভিষেক হওয়া শুভ সাথিস ৬৯ রানের ইনিংস খেলেন এবং দীপ্তি শর্মা ৬৭ রান করেন। উইকেটরক্ষক স্বস্তিকা ভাটিয়া ৬৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন, অধিনায়ক হারমানপ্রীত কউর ৪৯ রান করেন। ৯৯ বলে ৬৮ রান করে আউট হন জেমিমা রডরিগেজ। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৩৬ রান করে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন নাট শিভার। ভারতের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন দীপ্তি শর্মা। ৬ উইকেটে ১৮৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ২৯২ রানের লিড ছিল ভারতের৷
advertisement
শ্রীলঙ্কার ২৫ বছরের পুরনো বিশ্বরেকর্ড ধ্বংস
এই জয়ে বিশ্ব রেকর্ড গড়ল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মহিলা দল। নারী ক্রিকেটে রানের নিরিখে এটি যেকোনো দলের সবচেয়ে বড় জয়। এর আগে ১৯৯৮ সালে, শ্রীলঙ্কা পাকিস্তানের বিরুদ্ধে ৩০৯ রানে জিতেছিল, যা মহিলাদের ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বড় জয় ছিল। এই তালিকায় এখন দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে নিউজিল্যান্ড।
advertisement
১৩১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস
দ্বিতীয় ইনিংসে ১৩১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড দল। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া দীপ্তি শর্মা দ্বিতীয় ইনিংসেও নেন ৪ উইকেট। পেসার পূজা ভাস্ত্রকার নেন ৩ উইকেট। ম্যাচে ৯ উইকেট নিজের নামে। ভারতের এই বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দীপ্তি, যিনি ব্যাটে বলের পাশাপাশি অবদান রেখেছিলেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Indian Women Cricket Team: ইংল্যান্ডের বিরুদ্ধে চাবুক পারফরম্যান্স ভারতের মেয়েদের, বিশ্বরেকর্ড গড়ে জয় হরমনপ্রীতদের
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement