Women's T20 World Cup 2024: নেতৃত্বে হরমনপ্রীত কউর, টি টোয়েন্টি বিশ্বকাপে কারা পেলেন দলে জায়গা, দেখে নিন মহিলাদের টিম

Last Updated:

Women's T20 World Cup 2024: কোন কোন মেয়ের কপালে শিকে ছিঁড়ল...

Women T20  WC -র জন্য নির্বাচিত হল ভারতীয় মহিলা দল
Women T20 WC -র জন্য নির্বাচিত হল ভারতীয় মহিলা দল
নয়াদিল্লি: ICC মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-র জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। হরমনপ্রীত কউরের অধিনায়কত্বে খেলবে ভারতীয় মেয়েরা৷ এখনও পর্যন্ত ভারতীয় দল প্রথমবারের মতো এই বিশ্বকাপ খেতাব দখলের আশা নিয়ে খেলতে নামবে৷  ৩ থেকে ২০ অক্টোবরের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে৷
দলটিতে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক শাফালি ভার্মা এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম ঝোড়ো ওপেনার স্মৃতি মান্ধনার নাম রয়েছে৷ মন্ধানা এই দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন৷ নির্বাচকরা রিজার্ভ হিসাবে ৩ খেলোয়াড় রেখে ১৫ সদস্যের একটি দল নির্বাচন করেছেন।
advertisement
advertisement
মঙ্গলবার ২৭ অক্টোবর, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন এই দলে নির্বাচকরা উমা ছেত্রী (উইকেটরক্ষক), তনুজা কানওয়ার, সায়মা ঠাকুরকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন।
advertisement
চোট আঘাত থাকলেও এই দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক যস্তিকা  ভাটিয়া ও শ্রেয়াঙ্কা পাটিল। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ছাড়াও রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা৷ ভারত এবারের বিশ্বকাপে গ্রুপ এ-তে রাখা হয়েছে।
T20 বিশ্বকাপ 2024-র জন্য ভারতীয় মহিলা দল:
হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পূজা বস্ত্রাকার, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং, দয়ালান হেমলথা, আশা শোভানা , রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সাজনা সজীবন
বাংলা খবর/ খবর/খেলা/
Women's T20 World Cup 2024: নেতৃত্বে হরমনপ্রীত কউর, টি টোয়েন্টি বিশ্বকাপে কারা পেলেন দলে জায়গা, দেখে নিন মহিলাদের টিম
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement