ফাইনালে স্ট্র্যাটেজির লড়াই, চমক দিতে পারেন মোলিনা
Last Updated:
আইএসএল ঘরে তুলতে মাঠে লড়াই করবেন দেবজিত-দুতি, মেহতাবরা। আর মাঠের বাইরে ট্যাকটিক্সের লড়াই চলবে দুই কোচের।
#কোচি: আইএসএল ঘরে তুলতে মাঠে লড়াই করবেন দেবজিত-দুতি, মেহতাবরা। আর মাঠের বাইরে ট্যাকটিক্সের লড়াই চলবে দুই কোচের।
ভিওঃ হোসে মোলিনা আর কাপেল। দুই কোচই পছন্দ করেন ৪-৪-২ ছকে দল সাজাতে। সেমিফাইনালে অ্যাওয়ে ম্যাচে প্রথম এগারোর প্রায় গোটাটাই বদলে দিয়ে চমকে দিয়েছিলেন মোলিনা। ফাইনালেও কোন দল নামান সেইদিকে নজর গোটা কলকাতার। তবে সম্ভাব্য দল হতে পারে এমনটা,
গোলে দেবজিত। ব্যাক ফোরে প্রীতম বা প্রবীর। সঙ্গে সেরেনো, তিরি আর কিগান। মাঝমাঠে দুতি, বোরহা আর পিয়ারসেনের সঙ্গে ডিকা। সামনে হিউম আর পোস্তিগা।
advertisement
advertisement
কেরলও একই স্ট্র্যাটেজিতে বিপক্ষের দুর্গ ভাঙার চেষ্টা করবে সেটা আন্দাজ করাই যায়,
গোলে সন্দীপ। ব্যাক ফোরে সন্দেশ ঝিঙ্গাম, হেংবার্টি, হিউজ আর রিনো। মাঝমাঠে বেলফোর্ড, মেহতাব, মাহমত ও সিকে ভিনিথ। সামনে জার্মান রফি ও নাজনের মধ্যে দুজন।
ড্রেস রিহার্সালের পালা শেষ। এবার কে কাকে টেক্কা দেন সেটাই দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2016 6:11 PM IST