Mohammad Siraj : রাখঢাক রইল না আর! তারকা পেসার মহম্মদ সিরাজের গার্লফ্রেন্ড এই সুন্দরী! ছবি প্রকাশ্যে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Siraj-Mahira Sharma- ওভাল টেস্টের শেষ দিন মহম্মদ সিরাজ যা পারফর্ম করেছিলেন তাতে এখন ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে তিনি হিরো। আর এবার তাঁর সঙ্গে নাম জড়িয়ে গেল বিগ বস-খ্যাত মডেল অভিনেত্রী মাহিরা শর্মার।
কলকাতা : আশা ভোঁসলের নাতনির সঙ্গে তাঁর নাম জড়ায়। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কে সিলমোহর পড়েনি। তা হলে মহম্মদ সিরাজের গার্লফ্রেন্ড কে! এতদিন পর জানা গেল সেই নাম।
ওভাল টেস্টে সিরাজের পারফরম্যান্স নিয়ে আলোচনা এখনও চলছে। ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজের ব্যক্তিগত জীবন নিয়েও এখন চর্চা শুরু হয়েছে। ওভাল টেস্টের শেষ দিন মহম্মদ সিরাজ যা পারফর্ম করেছিলেন তাতে এখন ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে তিনি হিরো। আর এবার তাঁর সঙ্গে নাম জড়িয়ে গেল বিগ বস-খ্যাত মডেল অভিনেত্রী মাহিরা শর্মার।
advertisement
২০২৪ নভেম্বর থেকে এই নিয়ে জল্পনা। মাহিরার একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিয়েছিলেন সিরাজ। তার পর থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়ে যায়। মাহিরা শর্মাকে ‘ভাবী’ বলে উল্লেখ করতে শুরু করেন সিরাজের ভক্তরা।
advertisement
আরও পড়ুন- মাসতুতো বোনকে বিয়ে! এই পাক ক্রিকেটারের নাম জড়ায় তামান্না ভাটিয়ার সঙ্গে, তার পর…
টেলিভিশনের পর্দায় মাহিরা শর্মা পরিচিত মুখ। ‘নাগিন’, ‘বেপানাহ প্যায়ার’, ‘কুণ্ডলী ভাগ্য’-তে মাহিরা অভিনয় করেছেন। বিগ বস-১৩-র ফাইনালেও দেখা যায় তাঁকে। পাঞ্জাবী সিনেমাতেও অবিনয় করেছেন মাহিরা শর্মা। সিরাজ ও মাহিরা অবশ্য এখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।
advertisement

মহম্মদ সিরাজ-মাহিরা শর্মার সম্পর্কের গুঞ্জন।
আরও পড়ুন- মাসতুতো বোনকে বিয়ে! এই পাক ক্রিকেটারের নাম জড়ায় তামান্না ভাটিয়ার সঙ্গে, তার পর…
এর আগে আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের সঙ্গে ছবিতে দেখা গিয়েছিল সিরাজকে। জানাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের তারকা পেসার। তা নিয়েও শুরু হয়েছিল জল্পনা। তবে সেই জল্পনা উড়ে গেল এক নিমেষে। হঠাৎ করেই রাখি পরিয়ে সিরাজের উদ্দেশে জানাই লেখেন, ”মেরে প্যায়ারে ভাইয়া।” সিরাজও তাঁকে ‘বোন’ বলে উল্লেখ করেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 10, 2025 9:13 AM IST