হকি বিশ্বকাপে হারের পর অজুহাত ভারতের কোচের! বলছেন সমস্যা নাকি ছেলেদের মানসিকতায়
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Indian hockey team coach Graham Reid in favour of mental conditioning coach. হকি বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে এশিয়ান গেমস লক্ষ্য ভারতের
#ভুবনেশ্বর: নিজেদের ঘরের মাঠে হকি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই বিদায় নেবে ভারত, এমনটা ভাবা যায়নি। বিশেষ করে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয় সীমা করার পর এবার ভারতীয় দলকে নিয়ে মানুষের প্রত্যাশা অনেকটাই বেড়েছিল। কয়েক মাস আগে প্রো লিগেও ভারত মোটামুটি প্রদর্শন তুলে ধরেছিল। সেখানে তারা হারিয়েছিল নিউজিল্যান্ডকে।
কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামে পেনাল্টি শুট আউটে ভারতীয় হকি দল এভাবে ব্যর্থ হবে আন্দাজ করা যায়নি। গোলরক্ষক শ্রীজেশ নিজের অভিজ্ঞতা দিয়ে তবু ভারতকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। শামসের, হরমন, সুখজিতরা মিস করেন পরপর। মাঠে উপস্থিত কুড়ি হাজার দর্শকের চোখের জলে শেষ হয় টুর্নামেন্ট।
আরও পড়ুন - কোয়ালিফাই করে গেলেও ওড়িশাকে হারিয়েই আত্মবিশ্বাস সঞ্চয় করতে চায় লক্ষ্মীর বাংলা
এবার ভারতের হকি দলের কোচ গ্রাহাম রিড জানিয়েছেন ছেলেদের টেকনিক্যাল অথবা স্কিলের সমস্যা নেই। যেটুকু আছে তা মানসিক। এই জায়গাটা নিয়ে উন্নতির প্রয়োজন আছে মনে করেন তিনি। রিড অবশ্য মনে করেন মেন্টাল কন্ডিশনিং কোচ রাখার প্রয়োজন আছে কিনা সেটা ঠিক করবে হকি ইন্ডিয়া সংস্থা। আগামী দিনে এশিয়ান গেমস, আজলান শাহ এবং এক বছর পর প্যারিস অলিম্পিকস আছে।
advertisement
advertisement
Graham Reid said the Indian team haven't had a mental coach so far, and says mental conditioning is an area that his team needs to improve on after their elimination from the #HockeyWorldCup2023. pic.twitter.com/CL4Y8v6nq6
— ESPN India (@ESPNIndia) January 22, 2023
তিনি ছেলেদের ফিটনেস নিয়েও সন্তুষ্ট। শুধু মানসিক দিকটা নিয়ে প্রশ্ন তুলছেন। দলের অধিনায়ক এবং অন্যতম সেরা তারকা হরমন জানিয়ে দিয়েছেন এই হার মেনে নেওয়া সত্যি কঠিন। বিশেষ করে ঘরের মাঠে তাদের থেকে সমর্থকরা অনেক বেশি প্রত্যাশা করেন। তিনি নিজেও গোটা টুর্নামেন্টে সেভাবে পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেননি।
advertisement
বরুণ কুমার এবং অমিত রহি দাস পর্যন্ত পেনাল্টি কর্নারে নিজেদের অতীত দক্ষতা দেখাতে পারেননি। তবে তারা কেউ হাল ছাড়ছেন না। দেশের মানুষের মুখ উজ্জ্বল করতে এশিয়ান গেমস চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ভারতের হকি দলের। সেটা করার জন্য আগামী কয়েক মাস নিজেদের পরিশ্রম দ্বিগুণ বাড়িয়ে দেবেন তারা। তবে কোচ রিডার কথা শুনে ফেডারেশন নতুন মেন্টাল কন্ডিশনিং কোচ নিয়ে আসেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 2:33 PM IST