কোয়ালিফাই করে গেলেও ওড়িশাকে হারিয়েই আত্মবিশ্বাস সঞ্চয় করতে চায় লক্ষ্মীর বাংলা

Last Updated:

Bengal will not take Odisha lightly although qualified for quarter final of Ranji. কোয়ালিফাই করলেও ওড়িশাকে হারিয়েই আত্মবিশ্বাস সঞ্চয় করতে চায় লক্ষ্মীর বাংলা

মনোজ এবং অনুষ্টুপের ব্যাটে তাকিয়ে বাংলা
মনোজ এবং অনুষ্টুপের ব্যাটে তাকিয়ে বাংলা
#কলকাতা: বাংলার ক্রিকেট কোচ লক্ষ্মীরতন শুক্লা বিশ্বাস করেন তার ছেলেরা এই মুহূর্তে যে ক্রিকেট খেলছেন, তার থেকে অনেক বেশি ভাল খেলতে পারেন। এক ম্যাচ বাকি থাকতেই রঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে বাংলা। তবুও ঘরের মাঠে গ্রুপের শেষ ম্যাচ জিততে মরিয়া মনোজ তিওয়ারিরা। মঙ্গলবার ইডেনে ওড়িশার বিরুদ্ধে নামছে বঙ্গ ব্রিগেড।
এলিট ‘এ’ গ্রুপে এই মুহূর্তে ৬টি ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলা। আর সমসংখ্যক ম্যাচে ওড়িশার ঝুলিতে মাত্র ৮ পয়েন্ট। শেষ আটে যাওয়ার কোনও সম্ভাবনা নেই তাদের। তবুও পচা শামুকে পা কাটার বহু নজির রয়েছে রনজি ট্রফিতে। তাই মনোজ তিওয়ারিরা সতর্ক ও সাবধানী।
advertisement
advertisement
তাছাড়া, গ্রুপ পর্বের শীর্ষে থেকে শেষ আটে উঠতে পারলে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়া যাবে। এক্ষেত্রে বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে উত্তরাখণ্ড (২৬ পয়েন্ট)। গ্রুপে দ্বিতীয় হলে বাংলাকে শেষ আটে খেলতে হবে খুব সম্ভবত শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে। ‘সি’ গ্রুপে তাদেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল।
গ্রুপ শীর্ষে থাকলে বাংলার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কেরল, ঝাড়খণ্ড কিংবা রাজস্থানের মতো অপেক্ষাকৃত দুর্বল দল। ইডেনের পিচে পেসারদের প্রাধান্য বরাবরই বেশি থাকে। তার উপর লাল বলে সকাল থেকে খেলা। স্বভাবতই পেস আক্রমণকে শক্তিশালী করে নামতে চাইছেন মনোজরা।
advertisement
কিন্তু নিরপেক্ষ কিউরেটর এসে ম্যাচের দু’দিন আগে ইডেনের পিচে জল দিয়েছেন। তাই উইকেটের চরিত্র নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দুই পেসার আকাশ দীপ, ঈশান পোড়েলের খেলা নিশ্চিত। মুকেশের অনুপস্থিতিতে প্রীতম চক্রবর্তী বা গীত পুরি সুযোগ পেতে পারেন।
advertisement
স্পেশালিস্ট স্পিনার হিসেবে করণ লাল শুধু খেলবেনই না, অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ওপেনও করবেন। দ্বিতীয় স্পিনারের প্রয়োজন পড়লে প্রদীপ্ত প্রামাণিকের শিকে ছিঁড়তে পারে। ওড়িশা সপ্তম পজিশনে আছে। অধিনায়ক শুভ্রাংশু সেনাপতির কাছে বাংলাকে হারানো কঠিন চ্যালেঞ্জ।
বাংলা খবর/ খবর/খেলা/
কোয়ালিফাই করে গেলেও ওড়িশাকে হারিয়েই আত্মবিশ্বাস সঞ্চয় করতে চায় লক্ষ্মীর বাংলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement