হকি স্টিক অতিরিক্ত তিন ইঞ্চি লম্বা কেন? বিমানবন্দরে হেনস্তা কিংবদন্তি শ্রীজেশকে

Last Updated:

PR Sreejesh slams domestic carrier IndiGo for charging him extra for baggage. হকি স্টিক অতিরিক্ত তিন ইঞ্চি লম্বা কেন? বিমানবন্দরে হেনস্তা কিংবদন্তি শ্রীজেশকে

বিমানবন্দরে হেনস্তা শ্রীজেশকে
বিমানবন্দরে হেনস্তা শ্রীজেশকে
#বেঙ্গালুরু: চরম লজ্জার মুখে পড়তে হল ভারতীয় ক্রীড়া জগতকে। টোকিও অলিম্পিকে ৪১ বছর পর ব্রোঞ্জ জয়ী দলের গোলরক্ষক পি আর শ্রীজেশকে হেনস্থা হতে হল বেঙ্গালুরু বিমান বন্দরে। যার ফলে ক্ষোভ উগরে দিচ্ছেন দেশের ক্রীড়া প্রেমীরা। এমন ঘটনা সত্যি লজ্জার। যিনি বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করেছেন, তার সঙ্গে এমন ব্যবহার মেনে নেওয়া যায় না।
অক্টোবরের শেষে ওড়িশায় প্রো-লিগ রয়েছে। তারই প্রস্তুতিতে বেঙ্গালুরুতে জাতীয় শিবিরে ছিলেন সৃজেশ। শিবির শেষে বাড়ি ফিরছিলেন তিনি। সন্ধে ৭টা নাগাদ কোচির বিমান ধরার জন্য পৌঁছে যান সৃজেশ। তাঁর সঙ্গে ছিল হকি কিট। পরীক্ষার পর বিমান সংস্থার কর্মীরা জানান, নিয়মে যা রয়েছে, তার থেকে সৃজেশের হকি স্টিক তিন ইঞ্চি বেশি লম্বা।
advertisement
advertisement
ফলে তাঁকে অতিরিক্ত টাকা দিতে হবে। অতিরিক্ত টাকা দেওয়ার পরেই সৃজেশ এই ঘটনার কথা টুইটারে পোস্ট করেন। লেখেন, আন্তর্জাতিক হকি সংস্থা আমাকে ৪১ ইঞ্চির স্টিক নিয়ে খেলার অনুমতি দিয়েছে। কিন্তু বিমানে ৩৮ ইঞ্চির বেশি লম্বা স্টিক নিয়ে ওঠার নিয়ম নেই। কী করা উচিত এবার? লুট করা হয়েছে আমাকে।
advertisement
ওই বিমান সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন ভারতীয় ক্রীড়া-প্রেমীরা। দেশের একজন আইকন শ্রীজেশকে এভাবে হেনস্থা হতে হওয়ায় বিহিত চেয়েছেন অনেকে। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে অবশ্য এই নিয়ে কিছু জানানো হয়নি। তবে এর ফলে ওই বিমান সংস্থার সুনাম কিছুটা খারাপ হল তাতে সন্দেহ নেই।
বাংলা খবর/ খবর/খেলা/
হকি স্টিক অতিরিক্ত তিন ইঞ্চি লম্বা কেন? বিমানবন্দরে হেনস্তা কিংবদন্তি শ্রীজেশকে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement