ফিরেই যেন মিসাইল ছুড়লেন! বুমরাহর ইয়র্কারে বোল্ড হয়ে হাততালি ফিঞ্চের

Last Updated:

Jasprit Bumrah crushing Yorker mesmerized Aaron Finch after getting bowled. ফিরেই যেন মিসাইল ছুড়লেন! বুমরাহর ইয়র্কারে বোল্ড হয়ে হাততালি ফিঞ্চের

বুমরহর বলে বোল্ড হওয়ার পর অবাক ফিঞ্চ
বুমরহর বলে বোল্ড হওয়ার পর অবাক ফিঞ্চ
#নাগপুর: বাবা ছাড়া যেমন বাড়ির ছেলের পক্ষে সংসার সামলানো কঠিন হয়ে পড়ে, তেমনই জসপ্রীত বুমরাহকে ছাড়া ভারতের ফাস্ট বোলিং ইউনিট যেন পিতৃহারা ছিল। আজ তাতে প্রাণ প্রতিষ্ঠা হল। শুক্রবার নাগপুর আউটফিল্ড ভিজে থাকায় নির্দিষ্ট সময় শুরু হয়নি ম্যাচ। শেষপর্যন্ত আট ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। পঞ্চম ওভারে বল করতে আসেন বুমরাহ। চোটের পরে মাঠে ফিরে প্রথম বলটা ওয়াইড করেন। পরের বলে চার মারেন অজি অধিনায়ক ফিঞ্চ। ওভারের শেষ বলে 'বুমরাহ স্পেশাল' ধেয়ে আসে ফিঞ্চের দিকে। ডিফেন্ড চেয়েছিলেন ফিঞ্চ। যদি সেটা করতে পারেননি। প্রবল গতিতে লেগ স্টাম্পে আছড়ে পড়ে বল। নিখুঁত ইয়র্কার।
advertisement
advertisement
advertisement
সেই ইয়র্কারে বোল্ড হয়ে বুমরাহের প্রশংসা করেন খোদ অজি অধিনায়ক ফিঞ্চ। ড্রেসিংরুমে দিকে হাঁটা দেওয়ার সময় ব্যাট দিয়ে হাততালি দেন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে শুধু ফিঞ্চ নয়, প্রবল গতিতে বুমরাহের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথ। সপ্তম ওভারের তৃতীয় বলে স্মিথকে দুর্দান্ত ইয়র্কার করেন বুমরাহ।
স্মিথের পায়ের আঙুলের দিকে লক্ষ্য করে ইয়র্কার করেন। ভারসাম্য রাখতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন স্মিথ। নাগপুরের গ্যালারিতে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে অভিবাদন জানান ভারতের এই ফাস্ট বোলারকে। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ম্যাচে নেমে বুম বুম বুঝিয়ে দিলেন নিজের ধার হারিয়ে ফেলেননি।
advertisement
তবে আজ মোটে দুই ওভার বল করতে পারলেন ৮ ওভারের খেলা হওয়ার কারণে। তাতেই নিজের ঝলক দেখিয়ে দিলেন। হায়দ্রাবাদে সিরিজ নির্ণায়ক ম্যাচে বুমরাহকে বড় ভূমিকা পালন করতে দেখা যাবে সেটাই আশা করেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ শেষে রোহিত শর্মাও জানিয়ে দিলেন দলের প্রধান স্ট্রাইক বোলার ফিরে আসায় বোলিং ইউনিট অনেকটাই শক্তি বৃদ্ধি করতে পারবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফিরেই যেন মিসাইল ছুড়লেন! বুমরাহর ইয়র্কারে বোল্ড হয়ে হাততালি ফিঞ্চের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement