IND vs PAK: ফুটবলে আজ রাতে ভারত বনাম পাকিস্তান! বড় ব্যবধানে জিততে চান সুনীলরা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
বেঙ্গালুরু: ক্রিকেট মাঠে লড়াই দেরি আছে। কিন্তু ফুটবল মাঠের লড়াই আজ রাতে। ক্রিকেটের বাইশ গজের গণ্ডি পেরিয়ে এবার ফুটবল মাঠে ভারত-পাকিস্তান মহারণ। দীর্ঘ ৫ বছর পর ফের বল পায়ে লড়াইয়ে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে স্যাফ কাপের অভিযান শুরু করবে ভারত। ৭২ ঘণ্টা আগে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের স্বাদ পেয়েছেন সুনীল ছেত্রীরা।
তাছাড়া অতীতে পাকিস্তানের বিরুদ্ধে কখনও হারেনি ভারত। চারবারের সাক্ষাতে প্রতিবারই জিতেছে ‘মেন ইন ব্লুজ’। স্বাভাবিকভাবেই বুধবার অবিসংবাদিত ফেভারিট হিসেবেই পাকিস্তানের মুখোমুখি হবেন সন্দেশ-গুরপ্রীতরা। এখনও পর্যন্ত সর্বাধিক আট বার স্যাফ কাপ জিতেছে ভারত। র্যাঙ্কিংয়েও পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে তারা। বর্তমানে ১০১তম স্থানে স্টিমাচ ব্রিগেড।
পাকিস্তানের অবস্থান ১৯৫ নম্বরে। ফলে, শক্তির নিরিখে সুনীলদের থেকে অনেকটাই পিছিয়ে আলি খান, আব্দুল সামাদরা। তার উপর কোনওরকম প্রস্তুতি ছাড়াই সরাসরি মাঠে নামছেন তাঁরা। ভিসা সমস্যা কাটিয়ে মঙ্গলবারই বেঙ্গালুরুতে পা রাখেন পাক ফুটবলাররা। তা সত্ত্বেও প্রতিপক্ষকে বেশ গুরুত্ব দিচ্ছেন স্টিমাচ। বিশেষত ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পর আত্মতুষ্টিকে প্রশ্রয় দিতে নারাজ তিনি।
advertisement
advertisement
No more questions and speculations 🙌🏽 The wait is finally over 🔥💪🏽
The #BlueTigers 🐯🇮🇳 start their #SAFFChampionship2023 campaign with a blockbuster match against Pakistan 🇵🇰
Watch it LIVE on @FanCode and DD Sports 📱📺
#INDPAK ⚔️ #IndianFootball ⚽️ pic.twitter.com/CtDmbbQGOp
— Indian Football Team (@IndianFootball) June 21, 2023
advertisement
এএফসি এশিয়ান কাপের কথা মাথায় রেখে আসন্ন টুর্নামেন্টেও রোটেশন পদ্ধতিতে স্কোয়াডের সব ফুটবলারকে পরখ করে নিতে চাইবেন ক্রোট কোচ। মঙ্গলবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে স্টিমাচ জানান, ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় অবশ্যই দলের আত্মবিশ্বাস বাড়াবে।
তবে আমাদের এখনও উন্নতির অনেক জায়গা আছে। এশিয়ান কাপে কঠিন লড়াই অপেক্ষা করছে। তার প্রস্তুতিতে খামতি রাখলে চলবে না। পাকিস্তান শেষ ১০ দিনে তিনটি ম্যাচ খেলেছে। ফলে তাদেরকে হাল্কা ভাবে নেওয়া উচিত নয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 12:36 PM IST