পরপর তিন বলে ৩ উইকেট! দুরন্ত হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় ভারতীয় বোলার

Last Updated:

Shardul Thakur: দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে তিনি। ফের একবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তুলতে মরিয়া। নির্বাচকরা মুখ ফিরিয়ে থাকলেও, নিজের পারফরম্যান্স দিয়ে নজর কাড়ছেন ভারতীয় দলের বহু যুদ্ধের পোর খাওয়া সৈনিক।

News18
News18
দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে তিনি। ফের একবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তুলতে মরিয়া। নির্বাচকরা মুখ ফিরিয়ে থাকলেও, নিজের পারফরম্যান্স দিয়ে নজর কাড়ছেন ভারতীয় দলের বহু যুদ্ধের পোর খাওয়া সৈনিক শার্দুল ঠাকুর। ব্যাটে-বেল একের পর এক দুরন্ত পারফর্ম করছেন মুম্বই তারকা। এবার মেঘালয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করে নজির গড়লেন তারকা ক্রিকেটার।
মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। এই ম্যাচে খেলছেন না রোহিত, শ্রেয়স, যশস্বীদের মত তারকারা। ইনিংসের প্রথম ওভারেই মেঘালয়ের ওপেনার নিশান্ত চক্রবর্তীকে আউট করেন শার্দুল। প্রথম থেকেই নড়বরে দেখাচ্ছিল মেঘালয়ের ব্যাটারদের। তৃতীয় ওভারে ফের বল করতে এসে একাই মেঘালয়য়ের ব্যাটিং লাইন ধসিয়ে দেন শার্দুল ঠাকুর।
advertisement
advertisement
তৃতীয় ওভারের প্রথম তিনটি বলে কোনও উইকেট না পেলেও পরের তিনটি বলে পরপর উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন শার্দুল। চতুর্থ বলে অনিরুদ্ধ, পঞ্চম বলে সুমিত কুমার, ষষ্ঠ বলে জসকিরৎ সিং-এর উইকেট নেন শার্দুল ঠাকুর। তিনজনের কেউই খাতা খুলতে পারেননি। ঘরোা ক্রিকেটের ইতিহাসে মুম্বইয়ের পঞ্চম বোলার হিসেবে রঞ্জি ট্রফিতে হ্যাটট্রিক করেন শার্দুল ঠাকুর।
advertisement
প্রসঙ্গত, এর আগে রনজি ট্রফিতে ব্যাট হাতেও নিজের কামাল দেখিয়েছেন শার্দুল ঠাকুর। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে দলের তারকা ব্যাটাররা যেখানে ব্যর্থ হয়েছিল তখন দলকে একার হাতে টানেন শার্দুল। সেঞ্চুরি করেছিলেন। জাতীয় দলের হয়ে ব্যাট হাতে একাধিকবার কামাল দেখিয়েছন শার্দুল। রনজি ট্রফিতে একের পর এক দুরন্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে শার্দুল ফিরতে পারেন কিনা সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/খেলা/
পরপর তিন বলে ৩ উইকেট! দুরন্ত হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় ভারতীয় বোলার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement