'জীবনের সবথেকে বড় প্রাপ্তি', রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কার পেয়ে স্বপ্নপূরণ মহম্মদ শামির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mohammed Shami honoured with Arjuna Award: মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে র আয়োজন করা হয়। সেখান মহম্মদ শামি সহ অন্য পুরস্কারপ্রাপ্তরা প্রথা মেনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করেন।
দিল্লি: ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হল ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামিকে। ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে র আয়োজন করা হয়। সেখানে মহম্মদ শামি সহ অন্য পুরস্কারপ্রাপ্তরা প্রথা মেনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করেন।
মহম্মদ শামি সহ মোট ২৬ জন খেলোয়াড় এবার অর্জুন পুরস্কার পেয়েছেন। অর্জুন পুরস্কার, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাথলেটিক সম্মান, চার বছর মেয়াদে ভালো পারফরম্যান্স, নেতৃত্ব, ক্রীড়ানুরাগী এবং শৃঙ্খলার চেতনার জন্য এই পুরস্কার দেওয়া হয়। শামি ছাড়াও বাংলার টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায় এবং ইকুয়িস্ট্রিয়ান অনুষ আগরওয়াল অর্জুন পুরস্কার পান।
President Droupadi Murmu presents the Arjuna Award 2023 to Mohammad Shami for his excellent performance.#NationalSportsAwards2023 @MdShami11 pic.twitter.com/m0NHOnvdG8
— Doordarshan Sports (@ddsportschannel) January 9, 2024
advertisement
advertisement
গত বছর আইসিসি বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী হন মহম্মদ শামি। এছাড়া লাল বল-সাদা বলের ক্রিকেটে দীর্ঘ বছর ধরে দেশকে সাফল্য এনে দিয়েছেন তারকা পেসার। বিশ্বকাপ ফাইনালে হারের পর ভারতীয় দলের ড্রেসিং রুমে শামিকে বুকে টেনে নিয়ে পিঠ চাপড়ে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্জুন পুরস্কার পেয়ে তাঁর স্বপ্নপূরণ হয়েছে বলেও জানিয়েছেন শামি।
advertisement
VIDEO | “It is difficult for me to explain this moment. All I can say is ‘dreams come true’. You can say it is my life’s biggest achievement or the result of hard work,” says Indian cricketer @MdShami11 on being conferred with the prestigious Arjuna Award. pic.twitter.com/u3MGtBCmJ1
— Press Trust of India (@PTI_News) January 8, 2024
advertisement
অর্জুন পুরস্কার পেয়ে মহম্মদ শামি জানান,”এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন। স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের বড় প্রাপ্তিগুলির মধ্যে একটি। ছোট বেলা থেকে অনেক ক্রীড়াবিদকে এই পুরস্কার পেতে দেখেছি। এই পুরস্কার আমাকে আগামি দিনে আরও ভাল খেলতে অনুপ্রাণিত করবে।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2024 12:39 PM IST