Dinesh Karthik: এখনও জাতীয় দল থেকে অবসর নেননি, তার আগেই 'ইংল্যান্ডের' ব্যাটিং কোচ হলেন কার্তিক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Dinesh Karthik appointed Batting Consultant of England Lions Team: ক্রিকেটার-ধারাভাষ্যকার হিসেবে সাফল্যের পর এবার কেরিয়ারে নতুন ইনিংস শুরু করতে চলেছে দীনেশ কার্তিক। কোচের ভূমিকায় দেখা যাবে তারকা উইকেটকিপার-ব্যাটারকে।
কলকাতা: ক্রিকেটার-ধারাভাষ্যকার হিসেবে সাফল্যের পর এবার কেরিয়ারে নতুন ইনিংস শুরু করতে চলেছে দীনেশ কার্তিক। কোচের ভূমিকায় দেখা যাবে তারকা উইকেটকিপার-ব্যাটারকে। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ড লায়ন্স আসবে ভারতে। ভারতীয় এ দলের বিরদ্ধে খেলবে তারা। সেই দলের ব্যাটিং উপদেষ্টা হচ্ছেন দীনেশ কার্তিক।
ভারতীয় এ দলের বিরুদ্ধে ২ দিনের একটি অনুশীলন ম্যাচ ও ৪ দিনের ৩টি বেসরকারি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড এ দল বা ইংল্যান্ড লায়ন্স। সেই দলেরই ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করবেন দীনেশ কার্তিক। ১০ জানুয়ারি আহমেদাবাদে ইংল্যান্ড লায়ন্স দলের সঙ্গে যোগ দেবেন কার্তিক। ১৮ জানুয়ারি পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন ভারতীয় তারকা।
advertisement
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে কার্তিকের কোচিং স্টাফ হিসেবে ইংল্যান্ড লায়ন্স দলের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে এসে নতুন দায়িত্ব নিতে মুখিয়ে রয়েছেন ডিকে। ব্যাটিং পরামর্শদাতা হিসাবে কার্তিক ইংরেজ ব্যাটারদের ভারতের পিচের অবস্থা বোঝাবেন। স্পিনের বিরুদ্ধে মোকাবিলা করার টিপস দেবেন কার্তিক।
advertisement
Dinesh Karthik adds local experience to England Lions coaching team for India A series 🦁🇮🇳
See who else is joining lead coach Neil Killeen in Ahmedabad 👇
— England Cricket (@englandcricket) January 10, 2024
advertisement
প্রসঙ্গত, ২০২২ সালের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন দীনেশ কার্তিক। এবার আইপিএলে আরসিবির হয়ে খেলতে দেখা যাবে কার্তিককে। তারপরই অবসর ঘোষণা করতে পারে বলে জল্পনা। তার আগে নতুন দায়িত্ব পালন করতে মুখিয়ে রয়েছেন ডিকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2024 2:09 PM IST