Virat Kohli: আলিবাগে কেমন হল বিরাট কোহলির 'ড্রিম হাউজ', দেখুন অন্দরমহলের ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Share his Alibag's Dream House Video: খেলার ব্যস্ত শিডিউলের মাঝে ছুটি কাটাতে নিজের স্বপ্নের বাড়ি বানালেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে নিজেই ঘুরিয়ে দেখালেন তাঁর 'রাজ প্রাসাদ'।
মুম্বই: ক্রিকেট নিয়ে ব্যস্ততার কারণে পরিবারকে ঠিকঠাক সময় দেওয়া ওঠে না ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলির। তবে পরিবার তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই কথা বারবার বলেছেন কোহলি। এবার খেলার ব্যস্ত শিডিউলের মাঝে ছুটি কাটাতে নিজের স্বপ্নের বাড়ি বানালেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে নিজেই ঘুরিয়ে দেখালেন তাঁর ‘রাজ প্রাসাদ’।
মুম্বইয়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত আলিবাগে বিরাট কোহলি যে নিজের স্বপ্নের বাড়ি বানাচ্ছেন সেই কথা আগেই জানা গিয়েছিল। এবার পুরো বাড়ি তৈরি হওয়ার পর সামনে এল অন্দর মহলের ভিডিও। যে দেখা রীতিমত তাক লেগে যাওয়ার মত। খেলার মাঝে ছুটি পেলে মুম্বইয়ের ফ্ল্যাটে না গিয়ে এবার থেকে এখানে এসেই সময় কাটানোর ইচ্ছের কথা জানিয়েছেন বিরাট কোহলি।
advertisement
কোহলি ভিডিও শেয়ার করে দেখিয়েছেন তাঁর আলিবাগের বাড়ির বসার ঘরের সিলিং অনেক উঁচু। রয়েছে প্রকৃতির আলো প্রবেশ করার অনেক জায়গা। সূর্যের আলো তাঁর খুব পছন্দ বলেও জানান বিরাট। বসার ঘরে কোনও টিভি বা মিউজিক সিস্টেম রাখেননি কোহলি। কারণ অন্য কিছু নয়, এখানে পরিবারের লোকো শুধু নিজেদের মধ্যে সময় কাটাবেন বলে জানান কোহলি। এছাড়া রয়েছে ৪টি শোবার ঘর, বড় গার্ডেন, সুইমিং পুল সহ আরও অনেক কিছু।
advertisement
advertisement
advertisement
ভিডিও শেয়ার করে বিরাট কোহলি জানান,”পরিবার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ক্রিকেট নিয়ে দিনভর ব্যস্ত থাকলেও সুযোগ পেলেই পরিবারের সঙ্গে কোয়ালিটি টিম কাটানোটা উপভোগ করি। কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য রাখাটা খুব জরুরি।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2024 9:41 AM IST