Messi: পৃথিবীর কোন শহরে সদ্যজাতের নাম মেসি রাখা বেআইনি? উত্তর অজানা ৯০ শতাংশের

Last Updated:
Illegal for parents to name their child Messi: নিজের সন্তানের নাম রাখাটা যে কারও কাছেই ব্যক্তিগত পছন্দের বিষয়। এক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ অনেকেই ভালভাবে নেবেন না সেটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বের এমন একটি শহর রয়েছে যেখানে আপনি চাইলেও সন্তানের নাম মেসি রাখতে পারবেন না। তা সম্পূর্ণ বেআইনি বা নিষিদ্ধ।
1/6
অনেক সময় নিজের প্রিয় তারকার নামে সন্তানদের নাম রেখে থাকেন বাবা-মায়েরা। তা সেই তারকা ক্রীড়া দুনিয়া হোক আর বিনোদন দুনিয়া। শুধু প্রিয় তারকাই নয়, ঠাকুর, দেবতা, মহাপুরুষের নামেও অনেকে নামকরণ করে থাকেন।
অনেক সময় নিজের প্রিয় তারকার নামে সন্তানদের নাম রেখে থাকেন বাবা-মায়েরা। তা সেই তারকা ক্রীড়া দুনিয়া হোক আর বিনোদন দুনিয়া। শুধু প্রিয় তারকাই নয়, ঠাকুর, দেবতা, মহাপুরুষের নামেও অনেকে নামকরণ করে থাকেন।
advertisement
2/6
নিজের সন্তানের নাম রাখাটা যে কারও কাছেই ব্যক্তিগত পছন্দের বিষয়। এক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ অনেকেই ভালভাবে নেবেন না সেটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বের এমন একটি শহর রয়েছে যেখানে একটি নাম আপনি ইচ্ছে হলেও রাখতে পারবেন না। তা সম্পূর্ণ বেআইনি বা নিষিদ্ধ।
নিজের সন্তানের নাম রাখাটা যে কারও কাছেই ব্যক্তিগত পছন্দের বিষয়। এক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ অনেকেই ভালভাবে নেবেন না সেটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বের এমন একটি শহর রয়েছে যেখানে একটি নাম আপনি ইচ্ছে হলেও রাখতে পারবেন না। তা সম্পূর্ণ বেআইনি বা নিষিদ্ধ।
advertisement
3/6
সেই নাম হল বিশ্ব ফুটবলের মহাতারকা মেসি। আর সেই দেশ হল আর্জেন্টিনায় লিওনেল মেসির জন্মস্থান রোজারিও শহর।  মেসির নামে অন্য কোনও শিশুর নামকরণ করা যায়না। আইন করে মেসি নাম রাখায় সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সেই নাম হল বিশ্ব ফুটবলের মহাতারকা মেসি। আর সেই দেশ হল আর্জেন্টিনায় লিওনেল মেসির জন্মস্থান রোজারিও শহর। মেসির নামে অন্য কোনও শিশুর নামকরণ করা যায়না। আইন করে মেসি নাম রাখায় সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
4/6
মেসি জনপ্রিয় হওয়ার পর রোজারিওতে সন্তানের নাম মেসি রাখার হিড়িক পড়ে যায়। তখনই টনক নড়ে সেখানকার স্থানীয় প্রশাসনের। তারা বুঝতে পারে এমন চলতে থাকলে শহরে মেসি নামের অসংখ্য মানুষ হয়ে যাবে।
মেসি জনপ্রিয় হওয়ার পর রোজারিওতে সন্তানের নাম মেসি রাখার হিড়িক পড়ে যায়। তখনই টনক নড়ে সেখানকার স্থানীয় প্রশাসনের। তারা বুঝতে পারে এমন চলতে থাকলে শহরে মেসি নামের অসংখ্য মানুষ হয়ে যাবে।
advertisement
5/6
প্রচুর শিশুর নাম মেসি হলে একটি শহরের মধ্যে চিরকাল একই নামের এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সমস্যার সৃষ্টি করবে। তাই শুরুতেই শহর প্রশাসন একটি আইন জারি করে জানিয়ে দেয় কোনও সদ্যোজাতের নাম মেসি রাখা যাবেনা রোজারিও শহরে।
প্রচুর শিশুর নাম মেসি হলে একটি শহরের মধ্যে চিরকাল একই নামের এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সমস্যার সৃষ্টি করবে। তাই শুরুতেই শহর প্রশাসন একটি আইন জারি করে জানিয়ে দেয় কোনও সদ্যোজাতের নাম মেসি রাখা যাবেনা রোজারিও শহরে।
advertisement
6/6
তবে এই নিয়ম শুধু লাগু করা রয়েছে আর্জেন্টিনার রোজারিও শহরেই। সমগ্র আর্জেন্টিনা জুড়ে এমন নিয়ম নেই। অর্থাৎ আর্জেন্টিনার বিশ্বজয়ী মহাতাকা লিওনেল মেসির নিজের শহরেই তাঁর নাম রাখা এখন আইন বিরুদ্ধ কাজ।
তবে এই নিয়ম শুধু লাগু করা রয়েছে আর্জেন্টিনার রোজারিও শহরেই। সমগ্র আর্জেন্টিনা জুড়ে এমন নিয়ম নেই। অর্থাৎ আর্জেন্টিনার বিশ্বজয়ী মহাতাকা লিওনেল মেসির নিজের শহরেই তাঁর নাম রাখা এখন আইন বিরুদ্ধ কাজ।
advertisement
advertisement
advertisement