India vs Ireland: ভারতের সামনে আজ আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুযোগ! নজর রিঙ্কু, তিলকের দিকে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
ভারতীয় দলে কিছু পরিবর্তন হতেই পারে। অর্শদীপ সিংয়ের পরিবর্তে খেলতে পারেন পেস বোলার আভেশ খান
ডাবলিন: আয়ারল্যান্ডের সঙ্গে খেলে নিজেদের কতটা উন্নতি হবে জানা নেই। তবুও সেখানে বসবাসকারী ভারতীয়দের মধ্যে বাজার বাড়াতে ক্রিকেট প্রচার করছে বিসিসিআই। পর পর দু’টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। তাই বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি-২০ যশপ্রীত বুমরাহদের কাছে কার্যত নিয়মরক্ষার লড়াই। তবুও এই ম্যাচ বাড়তি গুরুত্ব পাচ্ছে ভারতীয় শিবিরে।
তার অন্যতম কারণ অবশ্যই আইরিশদের হোয়াইটওয়াশের হাতছানি। সাধারণত এই ধরনের ম্যাচে টিম ম্যানেজমেন্ট রিজার্ভ বেঞ্চ পরখ করে নিতে চায়। কোচ সীতাংশু কোটাকও সেই পথে হাঁটতে চাইবেন। কারণ, তাঁর চোখ এশিয়ান গেমসে। এই প্রতিযোগিতায় অংশ নেবে ভারতের দ্বিতীয় সারির দল। তাই প্রথম দুই টি-২০’তে যাঁরা সুযোগ পাননি, তাঁদের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
কিন্তু যশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণারা চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন। তাঁদের লক্ষ্য আরও বেশি করে ম্যাচ খেলা। তাই বুমরাহ বা প্রসিদ্ধ হয়তো এত সহজে রিজার্ভ বেঞ্চে বসতে চাইবেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাড়া জাগিয়ে শুরু করলেও আইরিশদের বিরুদ্ধে তিলক ভার্মার ব্যাটে রান আসেনি।
advertisement
🗣️🗣️ I want to do well and I’m pretty confident playing one day cricket.@TilakV9 describes his feelings after getting selected for #AsiaCup2023 👌👌 – By @RajalArora #TeamIndia pic.twitter.com/79A85QGcug
— BCCI (@BCCI) August 22, 2023
advertisement
ছন্দে ফেরার জন্য তাঁর কাছে ভালো মঞ্চ হতে পারে তৃতীয় টি-২০ ম্যাচ। এশিয়া কাপ স্কোয়াডে আছেন তিলক। তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে। এই সুযোগ নিশ্চয়ই হেলায় হারাতে চাইবেন না মুম্বই ইন্ডিয়ান্সের এই উদীয়মান তারকা। তবে ভারতীয় দলে কিছু পরিবর্তন হতেই পারে। অর্শদীপ সিংয়ের পরিবর্তে খেলতে পারেন পেস বোলার আভেশ খান। অভিষেকের সম্ভাবনা রয়েছে জিতেশ শর্মারও। গত ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন রিঙ্কু সিং। এই ম্যাচেও নজর থাকবে তাঁর উপরেও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 11:51 AM IST