Ind vs Eng: আর করাবেন না ভারতীয় দলের 'কোচিং'! বিসিসিআইকে পাঠিয়ে দিলেন ইস্তফা, ইংল্যান্ড সফরের আগে ধাক্কা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ind vs Eng: সামনেই ইংল্যান্ড সফর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। ২০ জুন থেকে শুরু হবে তরুণ টিম ইন্ডিয়ার কঠিন চ্যালেঞ্জ। কিন্তু তার আগে বড় ধাক্কা খেতে হল ভারতীয় দলকে।
সামনেই ইংল্যান্ড সফর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। ২০ জুন থেকে শুরু হবে তরুণ টিম ইন্ডিয়ার কঠিন চ্যালেঞ্জ। কিন্তু তার আগে বড় ধাক্কা খেতে হল ভারতীয় দলকে। ভারতীয় ক্রিকেট দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহাম দেশাই তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। গম্ভীরের সঙ্গে মতের অমিলের কারণেই এহেন সিদ্ধান্ত কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।
২০২১ সাল থেকে জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন সোহম দেশাই। কোচিং কেরিয়ারে তিনি রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড় এবং গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেছেন এবং দীর্ঘ সময় ধরে খেলোয়াড়দের ফিটনেস উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হারের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। বিসিসিআইকে পাঠানো ইস্তফার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন সোহম দেশাই।
advertisement
সোহাম দেশাইয়ের বিদায়ের খবর ছড়িয়ে পড়ার পরই আবেগঘন বার্তা দিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ। তিনি ইনস্টাগ্রামে দেশাইকে উদ্দেশ্য করে লেখেন, “বিদায় বলা কখনই সহজ নয় একজন এমন মানুষকে, যিনি শুধু কোচ ছিলেন না, বরং একজন গাইড, একজন মেন্টর, একজন ভাই ছিলেন। এটা শেষ নয়, আবার দেখা হবে। আপনি আমার জীবনে যে প্রভাব ফেলেছেন, তা চিরকাল থাকবে। আমার কাছে আপনি কখনো শুধু একজন ট্রেনার ছিলেন না। আপনি ছিলেন সেই মানুষ, যিনি আমার ওপর বিশ্বাস রেখেছেন, আমাকে পাশে দাঁড়িয়ে সাহায্য করেছেন শুধুমাত্র একজন ক্রিকেটার হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও। আপনার কাজের প্রতি নিষ্ঠা ছিল অতুলনীয়। প্রতিদিন, আমাদের আরও ভালো, আরও শক্তিশালী এবং শৃঙ্খলাবদ্ধ হতে আপনি অনুপ্রাণিত করেছেন — শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও।”
advertisement
advertisement
advertisement
সিরাজ আরও লেখেন,“আমি আজ যেখানে আছি, সেখানে পৌঁছাতে পারতাম না যদি আপনি আমার ওপর বিশ্বাস না রাখতেন এবং নিরবচ্ছিন্নভাবে আমাকে সমর্থন না করতেন। আপনি আমাকে কঠিন সময় থেকে উঠে দাঁড়াতে সাহায্য করেছেন, কখনো হাল ছেড়ে দিতে দেননি। অনুশীলন ছিল কঠিন, সংগ্রাম ছিল বাস্তব, কিন্তু আপনি আমাদের সবসময় অনুভব করিয়েছেন যে আমরা আরও বেশি কিছু করতে পারি — এবং আপনি ঠিকই ছিলেন। আপনি ছিলেন এই যাত্রার একজন বড় ভাইয়ের মতো, এবং আপনার অনুপস্থিতি ড্রেসিং রুমে, জিমে, এমনকি প্রতিটি দৌড়ে অনুভূত হবে।”
advertisement
আরও পড়ুনঃ MI vs PBKS: প্রীতির দলকে ফাইনালে তুলতে কামব্যাক করছে ‘পঞ্জাব দ্য শের’! আতঙ্ক বাড়ছে মুম্বই শিবিরে?
এই সময়েই সিরাজ ভারতের হয়ে তিন ফরম্যাটে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তবে সাম্প্রতিক সময়ে ফর্মহীনতার কারণে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি। যদিও আইপিএলে ভালো পারফরম্যান্সের পর ইংল্যান্ড সফরের জন্য টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। মহম্মদ শামির অনুপস্থিতিতে, জসপ্রীত বুমরাহর পাশে তিনিই হবেন দলের পেস অ্যাটাকের ভরসা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2025 3:41 PM IST