প্যাট কামিন্স বিপদ ডেকে আনতে পারে ভারতের! টেস্টের আগে কোহলিদের সতর্ক করে দিলেন গাভাসকার

Last Updated:

Indian Cricket Team should be aware of threat from Pat Cummins. প্যাট কামিন্স বিপদ ডেকে আনতে পারে ভারতের! টেস্টের আগে কোহলিদের সতর্ক করে দিলেন গাভাসকার

কামিন্স পার্থক্য গড়তে পারেন মত সানির
কামিন্স পার্থক্য গড়তে পারেন মত সানির
নাগপুর: বিগত কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে এক নম্বর বোলার হিসেবে দেখা হয় তাকে। এটা যে শুধু কথার কথা নয়, সেটা বারবার মাঠে নিজের পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বছর দুয়েক আগে ভারতের বিরুদ্ধে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। তবে সেটা ছিল অস্ট্রেলিয়ার মাঠে। এবার লড়াই ভারতের মাঠে।
প্যাট কামিন্স উপমহাদেশের উইকেটেও বিপদজনক হতে পারেন মনে করেন সুনীল গাভাসকার। ভারতের প্রাক্তন তারকা গাভাসকার কোহলি, রোহিতদের সতর্ক করে বলেছেন প্যাট কামিন্স ভারতের মাটিতেও কঠিন পরীক্ষা নিতে পারে ব্যাটসম্যানদের। তাই তাকে শুরু থেকে আক্রমণ না করে একটু দেখে খেলতে হবে।
আরও পড়ুন - ভাবনার বাইরে ক্রিকেট, খোলা হাওয়ায় নিঃশ্বাসই এখন বাঁচার অক্সিজেন দিচ্ছে ঋষভকে
আসলে কামিন্স নিজের একটা ছোট আঙুল বল করার সময় এমন ভাবে কাজে লাগান যাতে বোকা হয়ে যান অর্ধেক ব্যাটসম্যান। আর প্রথম দিকে নতুন বলে তিনি উইকেট তোলার ক্ষমতা রাখেন। তাই মিচেল স্টার্ক, হাজেলউড না থাকলেও ভারতের উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।
advertisement
advertisement
প্যাট এবং বোলান্ড পেস বোলার হিসেবে যথেষ্ট চ্যালেঞ্জিং। বল করার পাশাপাশি প্যাট কামিন্স ব্যাট হাতে অবদান রাখতে পারেন। সেটা আগেও প্রমাণ করেছেন। তাই এই মুহূর্তে অস্ট্রেলিয়ার অধিনায়ক সম্পূর্ণ একটা প্যাকেজ। তাকে নিয়ে ভারতের আলাদা গেমপ্ল্যান অবশ্যই তৈরি করে রাখা উচিত মনে করেন সানি। পাশাপাশি সম্পূর্ণ ঘূর্ণি পিচ পছন্দ নয় সানির।
advertisement
অবশ্য তিন নম্বর দিন থেকে বল ঘুরলে তার অসুবিধে নেই। ভারতের দুজন স্পিনার এবং দুজন পেসার খেলানো উচিত মনে করেন সানি। তবে সেটা ম্যাচের দিন সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট সেটা নিশ্চিত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্যাট কামিন্স বিপদ ডেকে আনতে পারে ভারতের! টেস্টের আগে কোহলিদের সতর্ক করে দিলেন গাভাসকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement