প্যাট কামিন্স বিপদ ডেকে আনতে পারে ভারতের! টেস্টের আগে কোহলিদের সতর্ক করে দিলেন গাভাসকার
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Indian Cricket Team should be aware of threat from Pat Cummins. প্যাট কামিন্স বিপদ ডেকে আনতে পারে ভারতের! টেস্টের আগে কোহলিদের সতর্ক করে দিলেন গাভাসকার
নাগপুর: বিগত কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে এক নম্বর বোলার হিসেবে দেখা হয় তাকে। এটা যে শুধু কথার কথা নয়, সেটা বারবার মাঠে নিজের পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বছর দুয়েক আগে ভারতের বিরুদ্ধে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। তবে সেটা ছিল অস্ট্রেলিয়ার মাঠে। এবার লড়াই ভারতের মাঠে।
প্যাট কামিন্স উপমহাদেশের উইকেটেও বিপদজনক হতে পারেন মনে করেন সুনীল গাভাসকার। ভারতের প্রাক্তন তারকা গাভাসকার কোহলি, রোহিতদের সতর্ক করে বলেছেন প্যাট কামিন্স ভারতের মাটিতেও কঠিন পরীক্ষা নিতে পারে ব্যাটসম্যানদের। তাই তাকে শুরু থেকে আক্রমণ না করে একটু দেখে খেলতে হবে।
আরও পড়ুন - ভাবনার বাইরে ক্রিকেট, খোলা হাওয়ায় নিঃশ্বাসই এখন বাঁচার অক্সিজেন দিচ্ছে ঋষভকে
আসলে কামিন্স নিজের একটা ছোট আঙুল বল করার সময় এমন ভাবে কাজে লাগান যাতে বোকা হয়ে যান অর্ধেক ব্যাটসম্যান। আর প্রথম দিকে নতুন বলে তিনি উইকেট তোলার ক্ষমতা রাখেন। তাই মিচেল স্টার্ক, হাজেলউড না থাকলেও ভারতের উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।
advertisement
advertisement
Lights 💡 Camera 📷 Action ⏳ 🎥 Snippets from #TeamIndia's headshots session ahead of the #INDvAUS Test series! 👌 👌 pic.twitter.com/sQ6QIxSLjm
— BCCI (@BCCI) February 7, 2023
প্যাট এবং বোলান্ড পেস বোলার হিসেবে যথেষ্ট চ্যালেঞ্জিং। বল করার পাশাপাশি প্যাট কামিন্স ব্যাট হাতে অবদান রাখতে পারেন। সেটা আগেও প্রমাণ করেছেন। তাই এই মুহূর্তে অস্ট্রেলিয়ার অধিনায়ক সম্পূর্ণ একটা প্যাকেজ। তাকে নিয়ে ভারতের আলাদা গেমপ্ল্যান অবশ্যই তৈরি করে রাখা উচিত মনে করেন সানি। পাশাপাশি সম্পূর্ণ ঘূর্ণি পিচ পছন্দ নয় সানির।
advertisement
অবশ্য তিন নম্বর দিন থেকে বল ঘুরলে তার অসুবিধে নেই। ভারতের দুজন স্পিনার এবং দুজন পেসার খেলানো উচিত মনে করেন সানি। তবে সেটা ম্যাচের দিন সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট সেটা নিশ্চিত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 12:47 PM IST