India in Pakistan: ক্রিকেট ফ্যানদের জন্য দারুণ সুখবর, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দ্রুত ভিসা জারি করবে পাকিস্তান, ভারতীয়রাও যেতে পারবে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
India in Pakistan: ভারত ও পাকিস্তানের ম্যাচ ১ মার্চ হওয়ার কথা৷ এখন এটাই দেখার ভারত সরকার আদৌ ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে পাঠায় কিনা৷
ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেট বোর্ডের ( Pakistan Cricket Board) অধ্যক্ষ আর কেন্দ্র সরকারের মন্ত্রী মহসিন নকভি আগামী বছর আয়োজিত হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের জন্য যে ভারতীয় দর্শকরা পাকিস্তান যেতে চায় তাদের ভিসা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে৷ তিনি আমেরিকার শিখ তীর্থযাত্রীদের একটি দলের সঙ্গে বৈঠকের সময় এই আশ্বাস দিয়েছেন৷
নকভি জানিয়েছেন পিসিবি আশা করছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে পাকিস্তানে একটি বড় সংখ্যায় ভারতীয় ক্রিকেটপ্রেমী আসবে৷ তিনি চান ভারতীয় ফ্যানরা পাকিস্তানে এসে লাহোরে আয়োজিত হতে চলা ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখুক৷ একটি সংবাদপত্র নকভিকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘‘ভারতীয় ফ্যানদের জন্য একটি বিশেষ কোটা রাখা হবে৷ আমরা দ্রুত ভিসা দেওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ নেব৷’’
advertisement
advertisement
পাকিস্তানে আগামী বছরের ফেব্রুয়ারি -মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হবে৷ কিন্তু আইসিসি এখনও এই টুর্নামেন্টের ক্রীড়াসূচি ঘোষণা করেনি কারণ ভারত আদৌ পাকিস্তানে নিজেদের ক্রিকেট দলকে খেলতে পাঠাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে৷ পাকিস্তান যেতে আদৌ কি ভারতীয় ক্রিকেট দল অনুমতি পায়৷
advertisement
বলার বিষয় বিসিসিআই আগেই বলে দিয়েছে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না৷ ভারতীয় দল নিউট্রাল ভ্যেনুতে খেলতে চেয়েছে৷ ২০২৩ এ ওয়ানডে এশিয়া কাপে ভারত হাইব্রিড মডেলে খেলেছিল৷ সেখানে ভারত শ্রীলঙ্কায় ম্যাচ খেলেছিল৷ পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির কার্যক্রম পুরোপুরি আইসিসিকে সঁপে দিয়েছে৷ যেখানে ভারতের সব ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল সবই লাহোরে হওয়ার কথা৷
advertisement
ভারত ও পাকিস্তানের ম্যাচ ১ মার্চ হওয়ার কথা৷ এখন এটাই দেখার ভারত সরকার আদৌ ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে পাঠায় কিনা৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2024 1:26 PM IST