Cyclogenesis Probability: সাইক্লোন দানার হানার পরেই কি ফের বঙ্গোপসাগর কাঁপাবে সাইক্লোন, তৈরি হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন

Last Updated:
Chance Of Cyclone In Bay Of Bengal: সাইক্লোন নিয়ে শোনা যাচ্ছে নানা কথা, কী ঠিক জানেন তো
1/7
Cyclogenesis probability: সাইক্লোন ডানা ওড়িশা উপকূলে হানা দিয়েছিল ২৫ অক্টোবর৷ কিন্তু এর মধ্যেই ফের একটি সাইক্লোন তৈরির পরিস্থিতির কথা জানিয়েছে একটি সংবাদ সংস্থা তারা জানিয়েছে আইএমডি সূত্র ধরে এই খবর৷ কিন্তু সত্যিই কি ফের একবার হানা দেবে সাইক্লোন , সাইক্লোজেনেসিস প্রবাবিলিটি দিয়ে বর্তমান পরিস্থিতি বিচার করা হচ্ছে৷ Photo- IMD 
Cyclogenesis probability: সাইক্লোন ডানা ওড়িশা উপকূলে হানা দিয়েছিল ২৫ অক্টোবর৷ কিন্তু এর মধ্যেই ফের একটি সাইক্লোন তৈরির পরিস্থিতির কথা জানিয়েছে একটি সংবাদ সংস্থা তারা জানিয়েছে আইএমডি সূত্র ধরে এই খবর৷ কিন্তু সত্যিই কি ফের একবার হানা দেবে সাইক্লোন , সাইক্লোজেনেসিস প্রবাবিলিটি দিয়ে বর্তমান পরিস্থিতি বিচার করা হচ্ছে৷ Photo- IMD 
advertisement
2/7
আউটলুকের তথ্য অনুসারে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে৷ আগামী ৫ নভেম্বর সেটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷
আউটলুকের তথ্য অনুসারে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে৷ আগামী ৫ নভেম্বর সেটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷
advertisement
3/7
এটি ধীরে ধীরে  পশ্চিম বঙ্গোপসাগরে এগিয়ে যাচ্ছে যা তামিলনাড়ুর দিকে ৯ নভেম্বর চলে যাবে, তবে খুব বেশি ঘণীভূত হওয়ার সম্ভাবনা নেই৷
এটি ধীরে ধীরে  পশ্চিম বঙ্গোপসাগরে এগিয়ে যাচ্ছে যা তামিলনাড়ুর দিকে ৯ নভেম্বর চলে যাবে, তবে খুব বেশি ঘণীভূত হওয়ার সম্ভাবনা নেই৷
advertisement
4/7
ECMM পূর্বাভাস অনুসারে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৪০ থেকে ৬০ শতাংশ৷ বঙ্গোপসাগরে ৭ নভেম্বর এই পরিস্থিতি হবে৷
ECMM পূর্বাভাস অনুসারে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৪০ থেকে ৬০ শতাংশ৷ বঙ্গোপসাগরে ৭ নভেম্বর এই পরিস্থিতি হবে৷
advertisement
5/7
আইএমডি ডায়নামিকাল স্ট্যাটেস্টিক্যাল মডেল অনুসারে  সাইক্লোনজেনেসিস প্রবাবিলিটি ফোরকাস্ট বলছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু উপকূলে কোমোরিন এলাকায় নভেম্বর ১ থেকে নভেম্বর ৭-র মধ্যে তৈরি হবে সাইক্লোনিক সার্কুলেশন৷
আইএমডি ডায়নামিকাল স্ট্যাটেস্টিক্যাল মডেল অনুসারে  সাইক্লোনজেনেসিস প্রবাবিলিটি ফোরকাস্ট বলছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু উপকূলে কোমোরিন এলাকায় নভেম্বর ১ থেকে নভেম্বর ৭-র মধ্যে তৈরি হবে সাইক্লোনিক সার্কুলেশন৷
advertisement
6/7
নভেম্বরের ৮- ১৪ তারিখের ২০-৩০ শতাংশ সম্ভবনা রয়েছে সাইক্লোজেনেসিসের৷ আউটলুক আরও জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সাইক্লোজেনেসিসের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
নভেম্বরের ৮- ১৪ তারিখের ২০-৩০ শতাংশ সম্ভবনা রয়েছে সাইক্লোজেনেসিসের৷ আউটলুক আরও জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সাইক্লোজেনেসিসের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
advertisement
7/7
আইএমডি-র জারি করা অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফোরকাস্ট বুলেটিন  অনুসারে এই মুহূর্তে কোনও ঘূর্ণিঝড়ের পরিস্থিতি নেই৷ পাশাপাশি আইএমডি-র জারি করা  নর্থ ইন্ডিয়ান ওশান এক্সটেনডেড রেঞ্জ আউটলুক ফর সাইক্লোজেনেসিস এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরির কথা জানাচ্ছে না৷
আইএমডি-র জারি করা অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফোরকাস্ট বুলেটিন  অনুসারে এই মুহূর্তে কোনও ঘূর্ণিঝড়ের পরিস্থিতি নেই৷ পাশাপাশি আইএমডি-র জারি করা  নর্থ ইন্ডিয়ান ওশান এক্সটেনডেড রেঞ্জ আউটলুক ফর সাইক্লোজেনেসিস এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরির কথা জানাচ্ছে না৷
advertisement
advertisement
advertisement