Indian Cricket: ‘যদি না বোঝেন, চুপ করে থাকুন...’, ইনস্টাগ্রামে 'রহস্যময়' বার্তা, কার উদ্দেশ্যে তোপ পৃথ্বীর?

Last Updated:

Indian Cricket: পৃথ্বী-কে নিয়ে বিতর্ক যেন থামছেই না। কেউ বিনোদ কাম্বলির সঙ্গে তুলনা করছেন, কেউ খোঁটা দিচ্ছেন শরীর নিয়ে। সম্প্রতি বিজয় হাজারে ট্রফি থেকে বাদ পড়েছেন। আলোচনা-সমালোচনা চলছে। এবার মুখ খুলে ট্রোলারদের ‘ধমকি’ দিলেন পৃথ্বী।

 ‘ধমকি’ দিলেন পৃথ্বী শ!
‘ধমকি’ দিলেন পৃথ্বী শ!
নয়াদিল্লি: পৃথ্বী-কে নিয়ে বিতর্ক যেন থামছেই না। কেউ বিনোদ কাম্বলির সঙ্গে তুলনা করছেন, কেউ খোঁটা দিচ্ছেন শরীর নিয়ে। সম্প্রতি বিজয় হাজারে ট্রফি থেকে বাদ পড়েছেন। আলোচনা-সমালোচনা চলছে। এবার মুখ খুলে ট্রোলারদের ‘ধমকি’ দিলেন পৃথ্বী।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শৃঙ্খলার অভাব, মনোভাব এবং শারীরিক ফিটনেসের কারণে ডানহাতি ব্যাটারকে আসন্ন ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্তা বলেছেন, “সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আমরা ১০ জন ফিল্ডার নিয়ে খেলছিলাম। কারণ পৃথ্বীকে লুকোতে হচ্ছিল। বল ধরা তো দূরের কথা, বলের কাছে পৌঁছতে পর্যন্ত পারছিল না।”
advertisement
advertisement
পৃথ্বীর ব্যাটিং নিয়েও অসন্তুষ্ট তিনি, “ব্যাটিংয়ের সময়েও সবাই দেখেছে, বলের কাছে যেতে পারছিল না। শৃঙ্খলা নেই, ফিটনেস নেই, মনোভাবও ঠিক নয়। বিষয়টা পরিস্কার। একজন খেলোয়াড়ের জন্য আলাদা নিয়ম হতে পারে না।”
advertisement
সিনিয়র ক্রিকেটাররাও নাকি পৃথ্বীর আচরণে অসন্তুষ্ট। এমনই দাবি ওই কর্তার। তিনি বলেছেন, “দলের অনেক সিনিয়রই পৃথ্বীর মনোভাব নিয়ে অভিযোগ জানিয়েছেন।” বিভিন্ন মিডিয়ায় এই নিয়ে লেখালিখির পর শুক্রবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট করেন পৃথ্বী।
advertisement
পোস্টে পৃথ্বী লেখেন, “যদি পুরোপুরি না বোঝেন, তাহলে চুপ করে থাকুন। অনেকেই অর্ধেক জেনে মতামত দিচ্ছেন।” এবারই প্রথম নয়। মুম্বইয়ের দলে জায়গা না পাওয়ার পরেও নিজের ব্যাটিং পরিসংখ্যান দিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পৃথ্বী।
এমসিএ-এর এক কর্তা জানিয়েছেন, পৃথ্বী নিয়মিত প্র্যাকটিস সেশনেও আসতেন না। রাতের বেশিরভাগ সময়টা বাইরে কাটিয়ে ভোর ৬টার সময় হাজির হতেন। ওই কর্তা স্পষ্ট জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়ায় লিখে সিদ্ধান্ত বদলানো যায় না।
advertisement
এমসিএ-এর ওই কর্তার কথায়, “যদি কেউ ভেবে থাকেন, সোশ্যাল মিডিয়ায় লিখে নির্বাচক বা এমসিএ-এর সিদ্ধান্ত বদলানো যাবে, তাহলে তিনি ভুল ভাবছেন।” তাঁর স্পষ্ট ইঙ্গিত, মাঠে ভাল পারফর্ম করতে হবে। তবেই সুযোগ মিলবে।
রঞ্জি ট্রফি থেকে বাদ পড়ার পরেও ফিটনেসের উপর কোনও কাজই করেননি পৃথ্বী। এমনই অভিযোগ ওই কর্তার। তিনি বলেন, “অক্টোবরে রঞ্জি ট্রফির দল থেকে বাদ পড়ার পর পৃথ্বীকে নির্দিষ্ট ফিটনেস প্রোগ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেটাও অনুসরণ করেননি।” ওই কর্তার কথায়, “শুধু একটা কথাই বলব, কেউ পৃথ্বীর শত্রু নয়, পৃথ্বী নিজেই নিজের শত্রু।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Indian Cricket: ‘যদি না বোঝেন, চুপ করে থাকুন...’, ইনস্টাগ্রামে 'রহস্যময়' বার্তা, কার উদ্দেশ্যে তোপ পৃথ্বীর?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement