ফুলে ফুলে ভরবে গাঁদা গাছ...! ঘেঁষবে না একটাও পোকা! ফ্রি-তে টবের মাটিতে দিয়ে দিন 'এই' ঘরোয়া টোটকা! দেখুন ম্যাজিক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Marigold: ভুড়ভুড়িয়ে ফুল দেবে গাঁদা গাছ! ফ্রি-তে টবের মাটিতে মিশিয়ে দিন জাস্ট 'এই' ঘরোয়া টোটকা! ঘেঁষবে না একটাও পোকা! ফুলে ফুলে ভরবে!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
overwatering এড়িয়ে চলুন: এই গাছের বেশি জলের প্রয়োজন হয় না। তবে মাটি ভালভাবে নিষ্কাশন করা উচিত এবং মনে রাখতে হবে যে এটিতে প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন নেই। তবে মাটি আর্দ্র হওয়া জরুরি। এমন নয় যে মাটি সব সময় ভেজা থাকতে হবে। কারণ অনেক সময় অতিরিক্ত জলের কারণে এর শিকড় পচতে শুরু করে যার ফলে এটি নষ্ট হয়ে যায়।
advertisement
কীটনাশক স্প্রে করা প্রয়োজন : স্পাইডার মাইট গাঁদা গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে। এরকম কিছু দেখলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। নিয়মিত ভাবে নিম তেল জলে মিশিয়ে ব্যবহার করতে পারেন অথবা বাজার থেকে অন্য কোনও কীটনাশক আনতে পারেন। কারণ গাঁদা গাছের বড় সমস্যা হল এই গাছটিকে যে কোনও ধরনের পোকামাকড় থেকে রক্ষা করা জরুরি।
advertisement
advertisement
advertisement
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।