ফাইনালের আগে আরও একটা বড় জয় ধোনিদের

Last Updated:

সংযুক্ত আরব আমিরশাহী : ৮১ /৯ (২০ ওভার) ভারত : ৮২ / ১ ( ১০.১ ওভার) ৫৯ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয়ী ভারত

সংযুক্ত আরব আমিরশাহী :  ৮১ /৯ (২০ ওভার)

ভারত :  ৮২ / ১ ( ১০.১ ওভার)

৫৯ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয়ী ভারত

advertisement
#মীরপুর:  টানা তিন ম্যাচ জিতে অনেক আগেই ফাইনালে উঠে গিয়েছে ভারত ৷ ফাইনালে তাঁদের প্রতিদ্বন্দ্বী কে , সেটাও বুধবারই জানা হয়ে গিয়েছে ৷ তবুও নিয়মমাফিক খেলতে তো হবেই ৷ তাই যতোই গুরুত্বহীন হোক না কেন বৃহস্পতিবার দুর্বল সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে যেন আরও একটা প্র্যাকটিস ম্যাচই খেলতে নেমেছিলেন ধোনিরা ৷ এই ম্যাচ দলের রিজার্ভ বেঞ্চকে দেখে নেওয়ার একটা সুযোগ ছিল মেন ইন ব্লু’দের কাছে ৷ কিন্তু বাঁ-হাতি স্পিনার পবন নেগির অভিষেক আর হরভজনকে দলে নেওয়া ছাড়া প্রথম একাদশে এদিন বিশেষ কোনও পরিবর্তন করেননি অধিনায়ক ধোনি ৷ বিশ্বকাপের আগে এখন প্রতিটা ম্যাচই যেন স্টেজ রিহার্সাল ভারতীয়দের কাছে ৷ তাই প্রতিটা ম্যাচে নিজেদের সেরাটা দিতেই মুখিয়ে রয়েছেন কোহলিরা ৷ পাকিস্তান বা শ্রীলঙ্কার বিরুদ্ধেও এতটা খারাপ খেলেনি আমিরশাহী, যতোটা এদিন খেলতে দেখা গেল আমজাদ জাভেদদের ৷ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ৮১ রানের বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি আমিরশাহী ৷ জবাবে রান তাড়া করতে নেমে শুধুমাত্র রোহিত শর্মার (৩৯) উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ ধাওয়ান (১৬) এবং যুবরাজ (২৫) অপরাজিত থাকেন ৷ শুক্রবার আরও একটা নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ফাইনালের আগে আরও একটা বড় জয় ধোনিদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement