ফাইনালের আগে আরও একটা বড় জয় ধোনিদের
Last Updated:
সংযুক্ত আরব আমিরশাহী : ৮১ /৯ (২০ ওভার) ভারত : ৮২ / ১ ( ১০.১ ওভার) ৫৯ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয়ী ভারত
সংযুক্ত আরব আমিরশাহী : ৮১ /৯ (২০ ওভার)
ভারত : ৮২ / ১ ( ১০.১ ওভার)
৫৯ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয়ী ভারত
advertisement
#মীরপুর: টানা তিন ম্যাচ জিতে অনেক আগেই ফাইনালে উঠে গিয়েছে ভারত ৷ ফাইনালে তাঁদের প্রতিদ্বন্দ্বী কে , সেটাও বুধবারই জানা হয়ে গিয়েছে ৷ তবুও নিয়মমাফিক খেলতে তো হবেই ৷ তাই যতোই গুরুত্বহীন হোক না কেন বৃহস্পতিবার দুর্বল সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে যেন আরও একটা প্র্যাকটিস ম্যাচই খেলতে নেমেছিলেন ধোনিরা ৷ এই ম্যাচ দলের রিজার্ভ বেঞ্চকে দেখে নেওয়ার একটা সুযোগ ছিল মেন ইন ব্লু’দের কাছে ৷ কিন্তু বাঁ-হাতি স্পিনার পবন নেগির অভিষেক আর হরভজনকে দলে নেওয়া ছাড়া প্রথম একাদশে এদিন বিশেষ কোনও পরিবর্তন করেননি অধিনায়ক ধোনি ৷ বিশ্বকাপের আগে এখন প্রতিটা ম্যাচই যেন স্টেজ রিহার্সাল ভারতীয়দের কাছে ৷ তাই প্রতিটা ম্যাচে নিজেদের সেরাটা দিতেই মুখিয়ে রয়েছেন কোহলিরা ৷ পাকিস্তান বা শ্রীলঙ্কার বিরুদ্ধেও এতটা খারাপ খেলেনি আমিরশাহী, যতোটা এদিন খেলতে দেখা গেল আমজাদ জাভেদদের ৷ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ৮১ রানের বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি আমিরশাহী ৷ জবাবে রান তাড়া করতে নেমে শুধুমাত্র রোহিত শর্মার (৩৯) উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ ধাওয়ান (১৬) এবং যুবরাজ (২৫) অপরাজিত থাকেন ৷ শুক্রবার আরও একটা নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2016 10:41 PM IST