আজ ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ, টস হারলেন হরমনপ্রিৎ কউর
- Published by:Suman Majumder
Last Updated:
Ind W vs WI W: প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ভারতীয় ক্রিকেটারদের।
জোহানেসবার্গ: প্রথম ম্যাচেই দুরন্ত জয়। তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। এবার সামনে ওয়েস্ট ইন্ডিজ। টি২০ বিশ্বকাপে আজও ভারতের কঠিন লড়াই। উল্লেখ্য, ভারতীয় মহিলাদের অনূর্ধ্ব ১৯ দল বিশ্বকাপ জিতেছে। এবার পালা সিনিয়রদের। ছোটদের দেখে বড়রাও যেন বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর।
বুধবার ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন- নিজেকে পাকিস্তানের শাহরুখ খান বললেন শোয়েব মালিক ! হাসির রোল চরমে
চোটের কারণ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি স্মৃতি মান্ধানা। তবে তারকা ব্যাটারের অভাব বুঝতে দেননি রিচা-শেফালিরা। টি-২০ বিশ্বকাপে ভারতের সবচেয়ে বেশি রান (১৫০) তাড়া করে জেতার রেকর্ডও গড়ে ফেলেছেন তাঁরা।
advertisement
advertisement
তিন নম্বরে নেমে ম্যাচ-জেতানো হাফ-সেঞ্চুরি করেছিলেন জেমাইমা রডরিগেজ। তবে চাপের মুখে ২০ বলে ঝোড়ো ৩১ রানের ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলার রিচা ঘোষ।
স্মৃতি মান্ধানার চোটের অবস্থা আগের থেকে ভাল। তবে তিনি আজকের ম্যাচে খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্মৃতি মান্ধানা ফিরলে যস্তিকা ভাটিয়াকে বাইরে যেতে হবে।
advertisement
শক্তির বিচারে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটাই এগিয়ে ভারতের মহিলা দল। ক’দিন আগে ত্রিদেশীয় সিরিজে ক্যারিবিয়ানদের দু’বার হারিয়েছিলেন হরমনপ্রীতরা। তবে ভারতীয় দলের ডেথ ওভার বোলিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। ব্যাটিং নিয়ে অবশ্য চিন্তার কোনও কারণ নেই।
আরও পড়ুন- অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টে শীর্ষস্থানে ভারত, তিন ফরম্যাটেই সেরা রোহিতরা
চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে বেশ চাপেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে আজ দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে তারা যে জেতার সবরকম চেষ্টা করবে, তা বলাবাহুল্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 6:06 PM IST