হোম /খবর /খেলা /
আজ ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ, টস হারলেন হরমনপ্রিৎ কউর

আজ ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ, টস হারলেন হরমনপ্রিৎ কউর

Ind W vs WI W: প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ভারতীয় ক্রিকেটারদের।

  • Share this:

জোহানেসবার্গ: প্রথম ম্যাচেই দুরন্ত জয়। তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। এবার সামনে ওয়েস্ট ইন্ডিজ। টি২০ বিশ্বকাপে আজও ভারতের কঠিন লড়াই। উল্লেখ্য, ভারতীয় মহিলাদের অনূর্ধ্ব ১৯ দল বিশ্বকাপ জিতেছে। এবার পালা সিনিয়রদের। ছোটদের দেখে বড়রাও যেন বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর।

বুধবার ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন- নিজেকে পাকিস্তানের শাহরুখ খান বললেন শোয়েব মালিক ! হাসির রোল চরমে

চোটের কারণ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি স্মৃতি মান্ধানা। তবে তারকা ব্যাটারের অভাব বুঝতে দেননি রিচা-শেফালিরা। টি-২০ বিশ্বকাপে ভারতের সবচেয়ে বেশি রান (১৫০) তাড়া করে জেতার রেকর্ডও গড়ে ফেলেছেন তাঁরা।

তিন নম্বরে নেমে ম্যাচ-জেতানো হাফ-সেঞ্চুরি করেছিলেন জেমাইমা রডরিগেজ। তবে চাপের মুখে ২০ বলে ঝোড়ো ৩১ রানের ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলার রিচা ঘোষ।

 স্মৃতি মান্ধানার চোটের অবস্থা আগের থেকে ভাল। তবে তিনি আজকের ম্যাচে খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্মৃতি মান্ধানা ফিরলে যস্তিকা ভাটিয়াকে বাইরে যেতে হবে।
শক্তির বিচারে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটাই এগিয়ে ভারতের মহিলা দল। ক’দিন আগে ত্রিদেশীয় সিরিজে ক্যারিবিয়ানদের দু’বার হারিয়েছিলেন হরমনপ্রীতরা। তবে ভারতীয় দলের ডেথ ওভার বোলিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। ব্যাটিং নিয়ে অবশ্য চিন্তার কোনও কারণ নেই।
চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে বেশ চাপেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে আজ দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে তারা যে জেতার সবরকম চেষ্টা করবে, তা বলাবাহুল্য।
Published by:Suman Majumder
First published:

Tags: Icc women t20 world cup 2023, Indian Women Cricket Team