জোহানেসবার্গ: প্রথম ম্যাচেই দুরন্ত জয়। তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। এবার সামনে ওয়েস্ট ইন্ডিজ। টি২০ বিশ্বকাপে আজও ভারতের কঠিন লড়াই। উল্লেখ্য, ভারতীয় মহিলাদের অনূর্ধ্ব ১৯ দল বিশ্বকাপ জিতেছে। এবার পালা সিনিয়রদের। ছোটদের দেখে বড়রাও যেন বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর।
বুধবার ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন- নিজেকে পাকিস্তানের শাহরুখ খান বললেন শোয়েব মালিক ! হাসির রোল চরমে
চোটের কারণ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি স্মৃতি মান্ধানা। তবে তারকা ব্যাটারের অভাব বুঝতে দেননি রিচা-শেফালিরা। টি-২০ বিশ্বকাপে ভারতের সবচেয়ে বেশি রান (১৫০) তাড়া করে জেতার রেকর্ডও গড়ে ফেলেছেন তাঁরা।
তিন নম্বরে নেমে ম্যাচ-জেতানো হাফ-সেঞ্চুরি করেছিলেন জেমাইমা রডরিগেজ। তবে চাপের মুখে ২০ বলে ঝোড়ো ৩১ রানের ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলার রিচা ঘোষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Icc women t20 world cup 2023, Indian Women Cricket Team