নিজেকে `পাকিস্তানের শাহরুখ খান' বললেন শোয়েব মালিক ! ফিটনেস নিয়ে কিং খানকে কুর্নিশ সানিয়ার বরের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Shoaib Malik believes Shahrukh Khan and Novak Djokovic are prime examples of old is gold. নিজেকে পাকিস্তানের শাহরুখ খান বললেন শোয়েব মালিক ! ফিটনেস নিয়ে কিং খানকে কুর্নিশ
ঢাকা: ফিটনেসের দিক থেকে তাঁকে অনেক তরুণ ক্রিকেটারদের থেকে এগিয়ে রাখতে হয়। এখনও দৌড় থেকে সিট আপ - সব বিভাগেই তরুণ ক্রিকেটারদের লজ্জায় ফেলে দেবেন। পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট, ২৮৭ ওয়ানডে আর ১২৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শোয়েব মালিক। প্রথম শ্রেণির ম্যাচ তাঁর ১২৬টি, লিস্ট ‘এ’ ৪০৫টি। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৫০৫টি।
মালিক কতটা অভিজ্ঞ, সেটির ছোট্ট একটা উদাহরণ হতে পারে ক্যারিয়ারে তাঁর দলের সংখ্যা। এখনো পর্যন্ত পাকিস্তান দল ছাড়াও তিনি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ১৬টি ভিন্ন দলের হয়ে খেলেছেন। শোয়েব মালিক বয়স নিয়ে চিন্তিত না হয়ে অভিজ্ঞতাকে মূল্যায়ন করারই অনুরোধ জানিয়েছেন সবাইকে। আমাদের কারোরই বয়স নিয়ে মাথা ঘামানো উচিত নয়।
আরও পড়ুন - অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টে শীর্ষস্থানে ভারত, তিন ফরম্যাটেই সেরা রোহিতরা
নোভাক জোকোভিচ ৩৬ বছর বয়সে যদি গ্র্যান্ড স্লাম জেতে, তাহলে সেই উদাহরণ মাথায় নিয়ে আমাদের দেখা উচিত, কেউ তরুণদের সঙ্গে খেলে যেতে পারছে কি না! আমাদের দেখা উচিত কোনো বয়স্ক খেলোয়াড়কে ফিল্ডিংয়ের সময় আড়াল করতে হচ্ছে কি না, কিংবা সে ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট করছে কি না! বয়স নিয়ে শোয়েব মালিকের উত্তরটা ছিল বেশ মজার।
advertisement
advertisement
Shahrukh Khan and Novak Djokovic – Shoaib Malik responds to a question about 'old is gold.'#HBLPSL8 | #KKvPZ pic.twitter.com/ObBVLTXK8d
— Grassroots Cricket (@grassrootscric) February 14, 2023
তিনি উদাহরণ টেনেছেন বলিউড তারকা শাহরুখ খান আর টেনিসের ২২ গ্র্যান্ড স্লাম বিজয়ী তারকা নোভাক জোকোভিচের, শাহরুখ খান এই বয়সে সম্প্রতি একটা ছবি সুপারহিট করিয়েছেন। জোকোভিচ ৩৬ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন।
advertisement
শাহরুখকে তাঁর সাম্প্রতিক ছবিতে দেখে তো মনে হয়েছে “ওল্ড ইজ গোল্ড”। শোয়েব মালিক পাকিস্তানের একদিনের ক্রিকেট দলের ফিরতে পারেন এমন সম্ভাবনার কথা জানিয়েছিলেন পিসিবি সভাপতি নাজম শেঠি। শোয়েব নিজেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 5:02 PM IST