India vs West Indies: ইডেনে শেষ ম্যাচে নেই কোহলি, জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে গেলেন প্রাক্তন অধিনায়ক

Last Updated:

India vs West Indies: শনিবার সকালে জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে ফিরে গেলেন প্রাক্তন অধিনায়ক ৷

Photo Courtesy: BCCI/Twitter
Photo Courtesy: BCCI/Twitter
কলকাতা: ইডেনে শেষ ম্যাচে নেই বিরাট কোহলি (Virat Kohli) ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলবেন না বিরাট ৷ শনিবার সকালে জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে ফিরে গেলেন প্রাক্তন অধিনায়ক (India vs West Indies) ৷
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে থাকবেন না আগেই জানিয়েছিলেন বিরাট ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে যাওয়ায় দলের অনুমতি নিয়ে এবার বাড়ি চলে গেলেন কোহলি ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে না খেললেও টেস্ট সিরিজে খেলবেন কোহলি ৷ সেই সিরিজেই শততম ম্যাচ বিরাটের।
advertisement
advertisement
শুক্রবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে রোহিতের ভারত ৷ ম্যাচে রান পান কোহলি এবং ঋষভ পন্থ ৷ দু’জনেই হাফ-সেঞ্চুরি করেন ৷ এদিন ম্যাচ গড়ায় একেবারে শেষ ওভার পর্যন্ত ৷ শেষ চার বলে জেতার জন্য চারটে ছক্কার প্রয়োজন ছিল ক্যারিবিয়ানদের ৷ ২টো ছয় মারলেও বাকি দু’টো বলে এক রানের বেশি নিতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ৷ ফলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে শুক্রবার  ৮ রানে হারায় ভারত।
advertisement
advertisement
ভারতের ম্যাচ জেতার পিছনে আসল কাণ্ডারি অবশ্য ভুবনেশ্বর কুমারই। ১৯তম ওভারে এসে চার রান দেন। সঙ্গে তুলে নেন নিকোলাস পুরানের উইকেট। ওখানেই ম্যাচের মোড় ঘুরে যায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs West Indies: ইডেনে শেষ ম্যাচে নেই কোহলি, জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে গেলেন প্রাক্তন অধিনায়ক
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement