IND vs WI 4th T20: যশস্বী ও গিলের বিধ্বংসী ব্যাটিং, ওয়েস্ট ইন্ডিজে ৯ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

Last Updated:

India vs West Indies 4th T20: যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের বিধ্বংসী ব্যাটিং। টি-২০ সিরিজের চতুর্ছ ম্যাচে হেলায় ওয়েস্ট ইন্ডিজকে হারাল টিম ইন্ডিয়া। যশস্বী-শুভমানের রেকর্ড পার্টনারশিপে ভর করে ৯ উইকেট ও ১৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত।

মায়ামি: যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের বিধ্বংসী ব্যাটিং। টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে হেলায় ওয়েস্ট ইন্ডিজকে হারাল টিম ইন্ডিয়া। যশস্বী-শুভমানের রেকর্ড পার্টনারশিপে ভর করে ৯ উইকেট ও ১৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন শিমরন হেটমায়ার। এছড়া ৪৫ রানের ইনিংস খেলেন সাই হোপ। রান তাড়া করতে নেমে ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। ৫১ বলে ৮৪ রান করেন যশস্বী জয়সওয়াল ও ৪৭ বলে ৭৭ রান করেন শুভমান গিল।
ম্যচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। নিয়নমিত ব্যবধানে উইকেট হারালেও নির্দিষ্ট একটা রানের গতিতে ইনিংস এগিয়ে নিয়ে যায় ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে দুটি পার্টনারশিপ গড়ে ওঠে। সাই হোপ ও শিমরন হেটমায়ার ৪৯ রান পার্টনারশিপ করেন। অষ্টম উইকেটে ৪৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন শিমরন হেটমায়ার ও ওডিয়ান স্মিথ। শেষ পর্যন্ত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে ১৭৮ করে ওয়েস্ট ইন্ডিজ।
advertisement
প্রথমে মনে হয়েছিল ১৭৯ রানের টার্গেট চ্যালেঞ্জিং হতে চলেছে ভারতের কাছে। কিন্তু যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের ব্যাটে যে তাণ্ডব অপেক্ষা করছে তা ভ্রুণাক্ষরেও বুঝতে পারেননি কেউ। ইনিংসের শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন দুই তারকা। চার-ছয়ের ফুলঝুরি ছোাটান দুজনে। ঝড়ের গতিতে শতরানের পার্টনারশিপ পূরণ করেন তারা। নিজেদের অর্ধশথরানও পূরণ করেন দুজনে। ওভার পিছু ১০-এর বেশি গতিতে রান করেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল।
advertisement
advertisement
দলকে জয়ের দোরগোরায় নিয়ে এসে ভাঙে ভারতের ওপেনিং জুটি। ১৬ তম ওভারে ১৬৫ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। ৭৭ রান ,করে আউট হন শুভমান গিল। ৫টি ছয় ও ৩টি চারে সাজানো তার ইনিংস। এরপর তিলক বর্মা ও যশস্বী জয়সওয়াল মিলে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। ৮৪ রান করে অপরাজিত থাকেন যশস্বী। ইনিংসে ১১টি চার ও ৩টি ছয় মারেন তিনি। ৭ রানে অপরাজিত থাকেন তিলক বর্মা। এই জয়ের ফলে সিরিজের ফল দাঁড়াল ২-২। সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচ রবিবার।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI 4th T20: যশস্বী ও গিলের বিধ্বংসী ব্যাটিং, ওয়েস্ট ইন্ডিজে ৯ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement