IND vs WI 4th T20: হেটমায়ারের হিটিংয়ে চাপ বাড়ল ভারতের! ১৭৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ

Last Updated:

India vs West Indies 4th T20: শিমনরন হেটমায়ার ও সাই হোপের মারকাটারি ব্যাটিং। দুইয়ে ভর করে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ১৭৮ রান করল ক্যারিবিয়ানরা।

মায়ামি: শিমরন হেটমায়ার ও সাই হোপের মারকাটারি ব্যাটিং। দুইয়ে ভর করে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ১৭৮ রান করল ক্যারিবিয়ানরা। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন শিমরন হেটমায়ার। এছড়া ৪৫ রানের ইনিংস খেলেন সাই হোপ। ভারতের বোলিং লাইনে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অর্শদীপ সিং। এছাড়া কুলদীপ যাদব ২টি ও একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও মুকেশ কুমার।
ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক খেলে ওয়েস্ট ইন্ডিজ। দলের ১৯ রানে প্রথম উইকেট পড়ে। কাইল মেয়ার্স ১৭ রান করে আউট হলেও সাই হোপ ও ব্র্যান্ডন কিং একটা ছোট পার্টনারশিপ করে। রানের গতিবেগ কমায়নি ক্যারিবিয়ান ব্যাটাররা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৫০ রানের গণ্ডি টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ৫৪ থেকে ৫৭ রানের মধ্যে পরপর ৩টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। চাহাল একটি ও কুলীপ পরপর দুটি উইকেট নেয়। ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ই্ন্ডিজ।
advertisement
এরপর সাই হোপ ও শিমরন হেটমাার এগিয়ে নিয়ে যান দলের ইনিংস। ৪৯ রানের পার্টনারশিপ করেন দুজনে। ১০৬ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৫ রান করে সাজঘরে ফেরেন হেটমায়ার। এরপর ১১৮ রানে রোমারিও শেফার্ড ও ১২৩ রানে জেসন হোল্ডার আউট হন। তবে অপরদিক থেকে নিজের ইনিংস চালিয়ে চান হেটমায়ার। অর্ধশতরানও পূরণ করেন। তাকে সঙ্গ দেন ওডিয়ান স্মিথ। অষ্টম উইকেটে ৪৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন দুজন।
advertisement
advertisement
শেষ ওভারে দলের ১৬৭ রানের মাথায় ব্যক্তিগত ৬১ রান করে আউট হন শিমরন হেটমায়ার। ৩টি চার ও ৪টি ছয়ে সাজানো তার ইনিংস। শেষ পর্যন্ত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে ১৭৮ রানে পৌছায় ক্যারিবিয়ানরা। ১৫ রানে ওডিয়ান স্মিথ ও ৫ রানে অপরাজিত থাকেন আকিল হোসেন। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ১৭৯।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI 4th T20: হেটমায়ারের হিটিংয়ে চাপ বাড়ল ভারতের! ১৭৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement