India vs West Indies: রাহুলের অর্ধশতরান, দিল্লি টেস্টে ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হাসতে হাসতে সিরিজ পকেটে পুরল ভারত

Last Updated:

India vs West Indies, 2nd Test Day 5: প্রথম টেস্ট আড়াই দিনে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্ট জিততে লাগল পুরো চার দিন ও পঞ্চম দিনের এক ঘণ্টা। কোনও রকমে ইনিংসে হার বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ।

দিল্লি টেস্টে ৭ উইকেটে জয় ভারতের ৷ Photo Courtesy: BCCI/X
দিল্লি টেস্টে ৭ উইকেটে জয় ভারতের ৷ Photo Courtesy: BCCI/X
ভারত: ৫১৮/৫ (ডি) ও ১২৪/৩
ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮ ও ৩৯০
কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে দু’ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতল ভারত। দ্বিতীয় টেস্ট দিল্লিতে পাঁচ দিন গড়ালেও শেষ পর্যন্ত বাজিমাত গিলের দলের।
advertisement
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে যশস্বী-গিলের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫১৮ রান তুলে ডিক্লেয়ার করে দেন শুভমানরা। জবাবে কুলদীপের ৫ উইকেটের ধাক্কায় ২৪৮ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করান শুভমান। কিন্তু ২৭০ রানে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ।
advertisement
প্রথম টেস্ট আড়াই দিনে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্ট জিততে লাগল চার দিন ও পঞ্চম দিনের এক ঘণ্টা। কোনও রকমে ইনিংসে হার বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ়। কিন্তু ম্যাচে হার বাঁচাতে পারল না তারা। ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ‘হোয়াইটওয়াশ’ করলেন শুভমন গিলেরা। টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ জিতলেন তিনি।
advertisement
দিল্লি টেস্টে প্রথমে জন ক্যাম্পবেল, তারপর শাই হোপ-জোড়া সেঞ্চুরিতে ভর করে ইনিংস হার বাঁচিয়ে ফেলে ক্যারিবিয়ান ব্রিগেড। জয়ের জন্য ভারতকে ১২১ রানের টার্গেট দেন রস্টন চেজরা। রান তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে হাফ সেঞ্চুরি করে ভারতকে জেতান কে এল রাহুল। এই সিরিজে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২১৯ রান করেছেন যশস্বী জয়সওয়াল। সবচেয়ে সফল বোলার কুলদীপ যাদব, তাঁর ঝুলিতে ১২ উইকেট। আগামী মাসে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs West Indies: রাহুলের অর্ধশতরান, দিল্লি টেস্টে ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হাসতে হাসতে সিরিজ পকেটে পুরল ভারত
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement