IND vs WI 1st T20: টি-২০ ক্রিকেটে ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজ, আত্মবিশ্বাসী হার্দিকের তরুণ টিম ইন্ডিয়া, প্রথম ম্যাচে কী বলছে ম্যাচ প্রেডিকশন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs West Indies 1st T20: টেস্ট ও একদিনের সিরিজের পর এবার লড়াই টি-২০-র। ক্যারিবিয়ান ভূমিতে ক্রিকেটের সবথেকে ছোট ও উত্তেজক ফর্ম্যাটে মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। জয় দিয়ে ৫ ম্যাচের সিরিজ শুরু করতে মরিয়া দুই দল।
ত্রিনিদাদ: টেস্ট ও একদিনের সিরিজের পর এবার লড়াই টি-২০-র। ক্যারিবিয়ান ভূমিতে ক্রিকেটের সবথেকে ছোট ও উত্তেজক ফর্ম্যাটে মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০, ৩ ম্যাচের ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে জয়ের এবার ৫ ম্যাচের টি-২০ সিরিজে প্রতিত্বন্দ্বিতা করবে দুই দল। টেস্ট ও ওডিআই-এর থেকে টি-২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ দল কতটা ভয়ঙ্কর হতে পারে তা সকলেরই জানা। তবে তরুণ দল নিয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল।
টি-২০ সিরিজে ভারতীয় দলের কোনও সিনিয়র ক্রিকেটারকেই দলে রাখা হয়নি। সামনেই একদিনের বিশ্বকাপ থাকায় টি-২০ ফর্ম্যাটের ক্রিকেটারদের দিয়েই এই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তবে একপ্রকার এই টিমই শেষ দুটি ওডিআইতে খেলেছে। নেতৃত্ব দেওয়ার জন্য রয়েছে হার্দিক পান্ডিয়া। ব্যাটিং লাইনকে ভরসা দেওয়ার জন্য প্রস্তুত যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ইশান কিশান, সঞ্জু স্যামসনরা। অবোলিংয়েও আরও একবার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংরা। টি-২০ সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
advertisement
অন্যদিকে, টেস্ট এবং ওয়ানডে সিরিজে পরাজিত হওয়ার পর, টি-২০ সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া ২ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীরা। এই ফরম্যাটে সবচেয়ে বেশি খেলতে পছন্দ করে ক্যারিবিয়ান দল। তাই ঘরের মাঠে টি-২০ সিরিজে জয় পেতে ও নিজেদের সম্মান রক্ষা করতে বদ্ধপরিকর ওয়েস্ট ই্ন্ডিজ। জনসন চার্লস, কাইল মেয়ার্স, সাই হোপ, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার সমৃদ্ধ ব্যাটিং লাইন যে কোনও দলেক পক্ষে ত্রাস হতে পারে টি-২০ ক্রিকেটে। যদিও বোলিং লাইন কিছুটা দুর্বল ওয়েস্ট ইন্ডিজের। তবে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ক্যারিবিয়ানরা।
advertisement
advertisement
ব্রায়ান লারা স্টেডিয়ামে হবে ভারত বনাম ওয়েস্ট ই্ন্ডিজের প্রথম ওডিআই। ব্যাটিং সহায়ক উইকেট হলেও এই মাঠে স্পিনাররাও যথেষ্ট সুবিধা পেয়ে থাকে। ফলে ভারতের ব্যাটিং শক্তির পাশাপাশি স্পিন অ্যাটাকও খুবই শক্তিশালী। অক্ষর-কুলদীপ-চাহলরা ভেল্কি দেখাতে পারে। এই মাঠে দুই দলের একটি মাত্র টি-২০ হয়েছিল। সেখানে ভারত ১৯০ ও ওয়েস্ট ইন্ডিজ ১২২ করেছিল। এবারও দুই দলের শক্তি, ভারসাম্য, ব্যাটিং-বোলিংয়ের গভীরতা বিচার করে ভারতকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 9:23 AM IST