তৃতীয় ম্যাচে ভারতীয় দলে দুটি বড় পরিবর্তন, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের

Last Updated:

তিরুবন্তপুরমে আজ ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় একদিনের ম্যাচ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। আজ ৩-০ করাই টার্গেট রোহিত-বিরাটদের। শেষ ম্যাচ জিততে মরিয়া শ্রীলঙ্কারা।

#তিরুবন্তপুরম: ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় একদিনের ম্যাচ। গুয়াহাটি ও কলকাতায় পরপর দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। তিরুবন্তপুরমে শ্রীলঙ্কাকে হারিয়ে হোয়াইট ওয়াশের লক্ষ্যে রোহিত-বিরাটরা। অপরদিকে, শেষ ম্যাচ প্রেস্টিজ ফাইট দাসুন শানাকার দলের কাছ। সিরিজের শেষ ম্যাচে টস ভাগ্য সাথ দিল রোহিত শর্মার। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক।
তৃতীয় ম্যাচে ভারতীয় দলে যে একাধিক পরিবর্তন হতে চলেছে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। তবে সূর্যকুমার যাদব দলে সুযোগ পাবেন কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন ছিল। তৃতীয় ম্যাচে ভারতীয় দলে মোট দুটি পরিবর্তন হয়েছে। হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। অপরদিকে, বোলিং লাইনে উমরান মালিকের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে।
advertisement
তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি।
advertisement
advertisement
ভারতের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার একাদশ: এমএনকে ফার্নান্ডো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা, আসেন বান্দারা, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা, জেফ্রে ভ্যান্ডারসে, লাহিরু কুমারা।
বাংলা খবর/ খবর/খেলা/
তৃতীয় ম্যাচে ভারতীয় দলে দুটি বড় পরিবর্তন, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement