ফিরছে সিনিয়র ক্রিকেটাররা, গুয়াহাটিতে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে থাকতে পারে চমক

Last Updated:

মঙ্গলবার গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার প্রথম একদিনের ম্যাচ। ভারতীয় দলে ফিরছেন সিনিয়র ক্রিকেটাররা। অপরদিকে, লড়াই দিতে প্রস্তুত লঙ্কান লায়ন্সরা। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

#গুয়াহাটি: মঙ্গলবার গুয়াহাটিতে ভারত বনাম শ্রীলঙ্কার একদিনের সিরিজের প্রথম ম্যাচ। চলতি বছরে ঘরের মাঠে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ই এখন প্রধান লক্ষ্য টিম ইন্ডিয়ার। সেই লক্ষ্যে এই বছর সবথেকে বেশি একদিনের সিরিজ খেলবে মেন ইন ব্লুরা। টি-২০ সিরিজে দলের সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই জয় পেয়েছে ভারত। তবে একদিনের সিরিজে দলে ফিরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মহম্মদ শামিরা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়ে নামলেও প্রতিপক্ষকে সমীহ করছে ভারতীয় দল। দলে অভিজ্ঞ ও তরুণ মিলিয়ে একাধিক পজিশনে একাধিক ক্রিকেটার রয়েছে। তাই প্রথম একদিনের ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়েও কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। একঝলকে দেখে নিন কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, উমরান মালিক / অর্শদীপ সিং , মহম্মদ সিরাজ।
advertisement
advertisement
অপরদিকে, টি-২০ সিরিজের হার থেকে শিক্ষা নিয়ে একদিনের সিরিজে ঘুড়ে দাঁডাতে মরিয়া শ্রীলঙ্কা। তবে প্রথম দুটি ম্যাচে যে লড়াকু ক্রিকেট খেলেছিল লঙ্কান লায়ন্সরা তা আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়েছে দাসুন শানাকার দলের। একদিনের সিরিজে ভারতের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত লঙ্কান লায়ন্সরা।
advertisement
ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, মহেশ থেকশানা, লাহিরু কুমারা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফিরছে সিনিয়র ক্রিকেটাররা, গুয়াহাটিতে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে থাকতে পারে চমক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement