নতুন বছরে কী শপথ নিলেন হার্দিক পান্ডিয়া, জানালেন তারকা তারকা অলরাউন্ডার

Last Updated:

গতবছর থেকে একাধিক টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। এমনিতেও ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়ার পূর্ণ সময়ের অধিনায়ক হওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এরইমধ্যে নতুন বছরে নিজের শপথের কথা জানালেন হার্দিক পান্ডিয়া।

#মুম্বই: মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা ৩ ম্যাচের টি-২০ সিরিজ। রোহিত শর্মা, কেএল রাহুলরা না থাকায় এই সিরিজে ফের একবার টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। গতবছর থেকে একাধিক টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। এমনিতেও ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়ার পূর্ণ সময়ের অধিনায়ক হওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এরইমধ্যে নতুন বছরে নিজের শপথের কথা জানালেন হার্দিক পান্ডিয়া।
গতবছর ক্রিকেটার হার্দিকের খুব ভালো গিয়েছিল। আইপিএলে নিজে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে কামব্যাক করার পাপাপাশি অধিনায়রক হিসেবে গুজরাটকে চ্যাম্পিয়ন করেছিল হার্দিক। প্রমাণ করেছিলেন তিনিও নেতা। জাতীয় দলের হয়েও একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সের বাইরে দেশের হয়ে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল হার্দিকের। তাই নতুন বছরে হার্দিকের একমাত্র স্বপ্ন ও শপথ ভারতকে একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন করা।
advertisement
চলতি বছরেই দেশের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। তাই গতবছরের শুরুতেই হার্দিক পান্ডিয়া বলেছেন,'গত বছরটা আমার কাছে ব্যক্তিগতভাবে একটু আলাদা ছিল। দেশকেও মাঠে নেমে অন্য কিছু উপহার দিতে চেয়েছিলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা স্বপ্ন ছিল ঠিকই। কিন্তু ব্যর্থতা খেলারই অংশ। জেতা হয়নি ঠিক আছে। নতুন বছর বিশ্বকাপ রয়েছে। সেটা জেতাই আমাদের সংকল্প। আমরা প্রত্যেকে বিশ্বকাপ জেতার জন্য মরিয়া। নিজের সেরাটা দিতে চাই।'
advertisement
advertisement
ফলে টি-২০ ক্রিকেটে পূর্ণ সময়ের নেতা হওয়া সময়ে অপেক্ষা হলেও তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ হার্দিক পান্ডিয়া। সাদা বলের ক্রিকেটে দুই ফর্ম্যাটেই তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ। তাই নতুন বছরে টি-২০ ফর্ম্যাটে নিজেের সেরাটা দিলেও ওডিআই বিশ্বকাপ জেতাকেই পাখির চোখ করে এগোচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নতুন বছরে কী শপথ নিলেন হার্দিক পান্ডিয়া, জানালেন তারকা তারকা অলরাউন্ডার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement