ইশান কিশান নয়, শ্রীলঙ্কা বিরুদ্ধে নতুন ওপেনিং জুটি নিয়ে নামবেন রোহিত শর্মা

Last Updated:

মঙ্গলবার গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার প্রথম একদিনের ম্যাচ। দ্বিশতরান করেও প্রথম একদিনের ম্যাচে সুযোগ পাচ্ছেন না ইশান কিশান। পরিবর্তে নতুন ওপেনিং জুটি নিয়ে নামবেন রোহিত শর্মা।

চোট সারিয়ে অনুশীলনে নেমে পড়লেন রোহিত শর্মা
চোট সারিয়ে অনুশীলনে নেমে পড়লেন রোহিত শর্মা
#গুয়াহাটি: টি-২০ সিরিজে দলের সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার চলতি বছরে ঘরের মাঠে মিশন ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামিরা ফিরে আসায় পূর্ণ শক্তির দল নিয়েই নামতে চলেছে টিম ইন্ডিয়া। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রোহিত শর্মার ওপেনিং জুটি কে হবে তা নিয়ে চলছিল জল্পনা। সেই জল্পনায় ইতি টানলেন স্বয়ং অধিনায়ক।
বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে দ্বিশতরান করে রেকর্ড করেছেন ইশান কিশান। কেরিয়ারের সেরা ফর্মেও রয়েছেন বাঁ তরুণ উইকেট রক্ষক-ব্যাটার। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে প্রথম একদিনের ম্যাচে তাকে বাদ দিয়েই দল গড়তে চলেছে টিম ইন্ডিয়া। চোট না অন্য কোনও কারণ নয়, শুবমান গিলকে ওপেনিংয়ে সুযোগ দেওয়ার জন্য প্রথম একদিনের ম্যাচে ইশান কিশানকে মাঠের বাইরে থাকতে হচ্ছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রোহিত শর্মা।
advertisement
ভারত অধিনায়ক বলেন,'ঈশানের কাছ থেকে আমি কিছু কেড়ে নিতে চাইছি না। ঈশান দলের হয়ে দারুণ খেলছে। জানি এক দিনের ক্রিকেটে ওর দ্বিশতরানের ইনিংস রয়েছে। এটা দুর্দান্ত কৃতিত্ব। সত্যি বলতে বাধা নেই, যারা অতীতে ভাল পারফরম্যান্স করেছে, তাদের যথেষ্ট সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে শুবমান গিলকে ওর অতীত পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ দেওা হচ্ছে। ইশানকেও সুযোগ দেওয়া হবে।'
advertisement
advertisement
প্রসঙ্গত, তিন ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। গুয়াহাটিতে ১০ তারিখ প্রথম একদিনের ম্যাচের পর ১২ তারিখ কলকাতায় দ্বিতীয় ও ১৫ তারিখ কেরালায় তৃতীয় একদিনের ম্যাচ। এর আগে টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত।
বাংলা খবর/ খবর/খেলা/
ইশান কিশান নয়, শ্রীলঙ্কা বিরুদ্ধে নতুন ওপেনিং জুটি নিয়ে নামবেন রোহিত শর্মা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement