ব্য়াটে-বলে দুরন্ত টিম ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে ২-১ এ সিরিজ জয়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
তৃতীয় একদিনের ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে দুর্মুশ করল ভারতীয় ক্রিকেট দল। ম্য়াচে প্রথমে ব্য়াট করে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। ৭ উইকেটে ম্য়াচ জিতল টিম ইন্ডিয়া।
একেই বলে দুরন্ত পাল্টা প্রত্য়াঘাত। তিন ম্য়াচের সিরিজে প্রথম ম্য়াচ হেরে পিছিয়ে পড়ে দ্বিতীয় সারির দল নিয়ে পরপর দুটি ম্য়াচ ও সিরিজ জিতল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্য়বধানে সিরিজ জিতল শিখর ধওয়ানের দল। সিরিজ নির্ণায়ক ম্য়াচ কার্যত একতরফাভাবে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ৭ উইকেটে সহজ জয় পেল ভারতীয় দল। ১০০ রানের টার্গেট ১৯.১ ওভারেই চেজ করে ফেল ভারত।
এদিন ম্য়াচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শিখর ধওয়ান। তার সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল তা প্রমাণ করে দেয় দলের বোলাররা। ভারতীয় স্পিন অ্য়াটাকের সামনে কার্যত নাকানি-চোবানি খেতে হয় প্রোটিয়া ব্য়াটসম্য়ানদের। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন হেনরিক ক্লাসেন। এছা্ড়া ১৫ রান করেন জানেমান মালান, ১৪ রান করেন মার্কো জানসেন। এছাড়া কোনও দক্ষিণ আফ্রিকার ব্য়াটাক ১০ রানের গণ্ডি টপকাতে পারেনি।
advertisement
হেনরিক ক্লাসেন ৩৪ রান না করলে আরও শোচনীয় অবস্থা হচ দক্ষিণ আফ্রিকার। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া দুটি করে উইকেট নেন সুন্দর, শাহবাজ। পেসারদের মধ্য়ে একমাত্র মহম্মদ সিরাজও দুটি উইকেট নিয়েছেন। ভারতীয় স্পিন ত্রয়ীর কোনও মোকাবিলাই এদিন করতে পারেনি প্রোটিয়া ব্য়াটাররা। ২৭.১ ওভারেই ৯৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
advertisement
advertisement
মাত্র ১০০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল ভারতীয় দুই ওপনার শিখর ধওয়ান ও শুবমান গিল। প্রথম দুটি ম্য়াচে রান না পেলেও এদিন ছন্দে ছিলেন গিল। বেশ কিছু অনবদ্য় শট খেলেন শুবমান গিল। ওপেনিং জুটিতে শিখর ও গিল ৪২ রান করেন। এরপর ব্য়ক্তিগত ৮ রান করে দুর্ভাগ্য় বশত রানআউট হয়ে যান শিখর ধওয়ান। এরপর ইশান কিশান ক্রিজে আসলেও এদিন বড় রান পাননি। ১০ রান করে ইমাদের বলে আউট হন তিনিষ ৫৮ রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতের।
advertisement
এরপর দলের ইনিংসের রাশ ধরেন শুবমান গিল ও শ্রেয়স আইয়র। একদিকে থেকে আক্রমণাত্মক ব্য়াটিং করে শ্রেয়স। অপরদিক থেকে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান গিল। কিন্তু মাত্র ১ রানের জন্য় অর্ধশতরান হাতছাড়া করেন তিনি। দলের ৯৭ রানের মাথায় ব্য়ক্তিগত ৪৯ রান করে এলগিডির বলে আউট হন গিল। এরপর শ্রেয়স আইয়র ও সঞ্জু স্য়ামসন দলকে জয়ের লক্ষ্য়ে পৌছে দেন। ২৮ রানে শ্রেয়স ও ২ রানে সঞ্জু অপরাজিত থাকেন। সিরিজ জয়ের পর উচ্ছ্বাসে মাতে ভারতীয় দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2022 6:56 PM IST

